বোয়ালখালী উপজেলার শাকপুরা ইউনিয়ন পরিষদের আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিমাদ্রী খীসার উপর অর্পন করায় অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন শাকপুরা ইউনিয়ন বিএনপি। গত ১৯ সেপ্টেম্বর চট্টগ্রাম জেলা প্রশাসকের জারিকৃত আদেশকে অভিনন্দন জানিয়েছেন শাকপুরা ইউনিয়ন বিএনপির সভাপতি মো: আজম খাঁন ও সাধারন সম্পাদক পেয়ার মোহাম্মদ।
ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক পেয়ার মোহাম্মদ বলেন, ইউপি চেয়ারম্যান আবদুল মান্নান মোনাফ পরিষদের কাজে অনেক অনিয়ম ও দুর্নীতি করেছেন। আমরা এসব এর প্রতিবাদ করে তার অপসারণের দাবিতে উপজেলা নির্বাহী অফিসার হিমাদ্রী খীসাকে দায়িত্ব দেওয়ায় বিএনপির পক্ষ হতে অভিনন্দন জানাচ্ছি এবং সে সাথে ইউনিয়ন পরিষদের কার্যক্রম স্বাভাবিক হবে। জনগণ তাদের প্রত্যাশীত সেবা পাবে বলে আমরা আশা করছি। উল্লেখ্য, ৫ আগস্ট সরকার পতনের পর থেকে৷ শাকপুরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবদুল মান্নান মোনাফের অপসারণ দাবিতে বিক্ষোভ করেছে ইউনিয়ন বিএনপি নেতাকর্মীরা। বিক্ষোভের তোপের মুখে পড়ে চেয়ারম্যানকে সরিয়ে দিয়ে ইউনিয়ন পরিষদের জনসেবা কার্যক্রম গতিশীল করার লক্ষে গত ১৯ সেপ্টেম্বর চট্টগ্রাম জেলা প্রশাসক এর অফিস আদেশে চলমান পরিস্থিতি বিবেচনায় ইউনিয়ন পরিষদে জনসেবা ও সাধারণ কার্যক্রম অব্যাহত রাখার লক্ষ্যে উপজেলা নির্বাহী অফিসার হিমাদ্রী খীসাকে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পণ করা হয়।