মানুষ মানুষের জন্য, সেবায় মানব ধর্ম স্লোগানকে সামনে রেখে চিকিৎসা সহায়তা, আলোচনা সভা, সম্মাননা প্রদানসহ নানান বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভা চিকিৎসা তহবিলের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। গত ২১ সেপ্টেম্বর (শুক্রবার) বেলা ২ টায় চট্টগ্রাম নগরীর চান্দগাঁও সর্বজনীন কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে এই প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভা চিকিৎসা তহবিলের আহ্বায়ক ও বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের সভাপতি ভদন্ত বুদ্ধপ্রিয় মহাথের। আশীর্বাদক ছিলেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার ২৯তম মহামান্য সংঘনায়ক অধ্যাপক বনশ্রী মহাথের ও বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভা উপসংঘনায়ক সদ্ধর্মরশ্মি রতনশ্রী মহাথের। প্রধান জ্ঞাতি ছিলেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভা সভাপতি শাসনতিলক, সদ্ধর্মজ্যোতি সুনন্দ মহাথের। প্রধান অতিথি ছিলেন দি ফেডারেশন অব বাংলাদেশ এন্ড কর্মাস ইন্ডাস্ট্রিজের সদস্য লায়ন ডা. মৃদুল কান্তি বড়ুয়া চৌধুরী। বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার অর্থ সচিব সংঘনিধি সুমঙ্গল থের ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সচিব কর্মবীর করুণাশ্রী থেরের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সিনিয়র সহ সভাপতি সদ্ধর্মরত্ন জ্ঞানানন্দ মহাথের।
স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার মহাসচিব প্রজ্ঞাবারিধি অধ্যাপক সুমেধানন্দ মহাথের। শুভেচ্ছা বক্তব্য রাখেন অগ্রসার মেমোরিয়াল সোসাইটি অব বাংলাদেশের মহাসচিব শাসনরত্ন সুমিত্তানন্দ থের সাংগঠনিক বক্তব্য রাখেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার যুগ্ম মহাসচিব সদ্ধর্মভান্ডারিক ড. প্রিয়দর্শী মহাথের। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের অর্থ সম্পাদক অনিমেষ তালুকদার, অবসরপ্রাপ্ত ভূমি কর্মকর্তা শিবু প্রসাদ বড়ুয়া, মিলন কান্তি বড়ুয়া, বাংলাদেশ বুড্ডিস্ট ডক্টরস এসোসিয়েশনের যুগ্ম মহাসচিব ডা. হিমাদ্রি বড়ুয়া, বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের মহিলা শাখার সভাপতি কেমি বড়ুয়া, প্রকৌশলী সুনীল বড়ুয়া, বিভুতি বড়ুয়া প্রমুখ।
সভায় আলোচক ছিলেন বিনয় ভূষণ বড়ুয়া, লায়ন রোটারিয়ান অমরেশ বড়ুয়া চৌধুরী ও বিমান কান্তি বড়ুয়া জাপান। সভার শুরুতে উদ্বোধনী সংগীত পরিবেশন করেন চান্দগাঁও বৌদ্ধ জনপদের শিল্পীবৃন্দ। সভায় অসুস্থ ভিক্ষু ও দায়কদের মাঝে চিকিৎসা সহায়তা প্রদান করা হয়। সভায় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘ত্রিরত্নাঙ্কুর স্মারক’ নামে একটি স্মরণিকার মোড়ক উন্মোচন করা হয়।
উল্লেখ্য, ভারতবর্ষের সম্রাট অশোকের গুরু মোগলীপুত্ত তিস্স থের পরম্পরা চলে আসা ১৭৫৩ সালে প্রতিষ্ঠিত ইতিহাস ও ঐতিহ্যে সমৃদ্ধ বাংলাদেশী বৌদ্ধদের সর্বোচ্চ সুপ্রাচীন থেরবাদ অস্তিত্ব রক্ষার আদি বৌদ্ধ ভিক্ষুদের সাংঘিক সংগঠন ‘বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভা’। উক্ত মহাসভা ১৯ জুন ২০২২ খ্রিস্টাব্দে, মানব সেবায় মহাকারুণিক বুদ্ধের শিক্ষাকে বহু জনের হিত ও কল্যাণে পরিচালনা করতে বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভা চিকিৎসা তহবিল গঠন করেন।