বোয়ালখালীতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জশনে জুলুস অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে উপজেলার কধুরখীল ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা থেকে জশনে জুলুস বের হয়। এতে বিভিন্ন এলাকা থেকে আসা শত শত মানুষ অংশ নেন এই জশনে জুলুসে নেতৃত্ব দেন মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা অহিদুল আলম নক্সবন্দী |
জুলুসটি মাদরাসা প্রাঙ্গন থেকে শুরু হয়ে কধুরখীল ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালামের বাড়িতে এসে শেষ হয়। জুলুস শেষে দেশ ও জাতির সমৃদ্ধি, কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়।