সন্দ্বীপ পৌরসভা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে। ২ সেপ্টেম্বর বিকালে সন্দ্বীপ উপজেলা বিএপির প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন সাবেক পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি রফিকুল মাওলা।অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন পৌরসভা বিএনপির সদস্য সচিব ও সাবেক কাউন্সিলর আবুল বশার।
সভা সঞ্চালনা করেন পৌরসভা বিএনপির যুগ্ন আহব্বায়ক মাহবুবুল আলম শিমুল। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পৌরসভা বিএপির যুগ্ন আহব্বাযক যথাক্রমে সাইফুর রহমান শামীম,সাবেক কাউন্সিলর নাজিম উদ্দিন, আকতার হোসেন,পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহব্বায়ক সাইফুদ্দিন কবির শিমুল,বিএনপি নেতা আক্তার হোসাইন,মনিরুল ইসলাম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌরসভার প্রতিটি ওয়ার্ড বিএনপির সভাপতি,সাধারন সম্পাদক সহ পৌরসভা যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল,শ্রমিক দলের বিভিন্ন নেতৃবৃন্দ সহ অঙ্গ সহযোগী সংগঠনের সকল স্তরের নেতৃবৃন্দ। সভায় বক্তারা বলেন বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে দলের হাই কমাণ্ডের নির্দেশনা অনুযায়ী বর্ণাঢ্য কর্মসূচির আয়োজন বাতিল করে সীমিতভাবে আজকের এই কর্মসূচি পালন করছি।আমরা আজ এই অনুষ্ঠানের মাধ্যমে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা সহ তারেক রহমানের বিরুদ্ধে দেয়া মিথ্যা মামলা প্রত্যাহার করে দেশে ফিরিয়ে আনার আহবান জানানোর পাশাপাশি এই মুহূর্ত থেকে নিজেরা কাঁধে কাঁধ মিলিয়ে দলকে গোছানোর মাধ্যমে রাষ্ট্র ক্ষমতায় আসা নিশ্চিত করতে পারলে প্রকৃত বিজয় সু-নিশ্চিত হবে।