জামায়তে ইসলামীর উদ্যোগে ও ইসলামী ছাত্রশিবিরের সহযোগিতায় খাগড়াছড়ির রামগড় উপজেলায় বন্যার্তদের মধ্যে সাড়ে চারশতটি ত্রাণের প্যাকেট বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ আগষ্ট) সকালে রামগড় পৌরসভার ফেনীরকুল ও দারোগাপাড়া, মহামুনি এলাকায় গিয়ে বন্যার্ত অসহায় মানুষের হাতে তুলে দেয়া হয় ত্রাণভর্তি নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী।
এ সময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর রামগড় উপজেলা শাখার সেক্রেটারী আনোয়ার হোসেন, ইসলামী ছাত্রশিবির উপজেলা সভাপতি আবদুল মৌমিন, জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের স্থানীয় নেতৃবৃন্দ।