রাউজানে ৩টি অবৈধ বালুর মহালে জব্দকৃত ১ লাখ ৩০ হাজার বর্গফুট বালু নিলামে বিক্রি করা হয়েছে। এই অবৈধ তিন বালুর মহালের অবস্থান হল উপজেলার বাগোয়ান ইউনিয়নের খেলারঘাট,লাম্বুর হাট ও ইউনিয়ন পরিষদ ভবন সংলগ্ন মাঠ।
২৭ আগস্ট (মঙ্গলবার) বিকালে উপজেলা সিনিয়র সহকারী কমিশনার (ভূমি) ওকর্তা, রাউজান থানার পুলিশসহ স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রতিটি বালুর মহালে উন্মুক্ত নিলামে নির্দিষ্ট ফি দিয়ে ৪ জন করে অংশ নেন। শুরু খেলারঘাটের বালুর মহালের জব্দকৃত ৪৬ হাজার বর্গফুট বালি নিলামে সর্বোচ্চ ডাক ৪ টাকা হারে ১লাখ ৮৪ হাজার টাকায় কিনে নেন জনৈক মো. সুমন। লাম্বুরহাট বালু মহালের ৪৯ হাজার বর্গফুট বালু সর্বোচ্চ ডাক ৫টাকা ৮০ পয়সা হারে ২ লাখ ৮৪ হাজার ২শত টাকায় নেন মো. আব্দুল করিম এবং বাগোয়ান ইউনিয়ন পরিষদের সংলগ্ন বালুর মহালে ৩৫ হাজার বর্গফুট বালু ৪টাকা ২০ পয়সা হারে ১লাখ ৪৭ হাজার টাকায় কিনে নেন মো. ফারুক। নিলাম কার্য পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সিনিয়র সহকারী কমিশনার (ভূমি) মো. রিদুয়ানুল ইসলাম বলেন, অবৈধ তিনটি বালুর মহালে জব্দকৃত ১ লাখ ৩০ হাজার বর্গফুট বালু উন্মুক্ত নিলামে সর্বোচ্চ ডাকে ৬লাখ১৫ হাজার ২শত টাকায় বিক্রি করা হয়।
এইমূল্যের সাথে ১৮ শতাংশ ভ্যাট যুক্ত হবে। নিলামকৃত বালু বিক্রির আদেশ জারি হওয়ার এক মাসের মধ্যে বালুগুলো সরিয়ে নিতে হবে। আর কেউ এখানে মজুদ করতে পারবে না। এছাড়া, পাঁচখাইন স্লুইসগেট সংলগ্ন বিশাল বালুর মহালে নিলামে অংশ নেওয়ার মত পর্যপ্ত লোক না মহালটি থাকায় নিলাম হয় নি।