সন্দ্বীপ উপজেলা হারামিয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের এনাম নাহার হাই স্কুল মোড় ফায়ার সার্ভিস স্টেশন থেকে ১০০ হাত উত্তরে, দেলোয়ার খাঁ সড়কের পূর্ব পাশে দীর্ঘদিন বিরোধ থাকা তিনটি দোকান ঘর উচ্ছেদ করছে সন্দ্বীপ উপজেলা প্রশাসন।১ বছর আগের উচ্ছেদ অভিযানের নির্দেশনা থাকলেও তা বাস্তবায়নে ছিলো প্রশাসনের উপর রাজনৈতিক চাপ।অবশেষে ক্ষমতার পালা বদলের পর সে রাজনৈতিক প্রভাব মুক্ত হওয়ায় গত ২৫ আগস্ট বিকেল ৪ টায় এ উচ্ছেদ অভিযান চলে। জানা গেছে, সন্দ্বীপ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আশরাফ উদ্দিন জনি ২০০৪ সালে উচ্ছেদকৃত দোকান ঘরের পেছনে ৪ শতক জমি ক্রয় করেন।
পরবর্তী সময়ে তার জায়গার ঠিক সামনে অর্থাৎ তার জায়গা থেকে বের হওয়ার রাস্তা ব্লক করে তৎকালীন প্রভাবশালী কয়েকজন দোকান ঘর নির্মানে করে। এতে আশরাফ উদ্দিন জনি প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরেও তখন কোন প্রতিকার পাননি। এক পর্যায়ে আইনী প্রক্রিয়ায় গত বছরের জানুয়ারি মাসে এসব ঘর উচ্ছেদ করার নোটিশ পান জনি। কিন্তু বিগত উপজেলা নিরার্হী অফিসার এর নিকট সে নির্দেশ নিয়ে গেলেও তিনি এলাকার পরিস্থিতি মোকাবেলা করা কঠিন হবে এবং তিনি নিজেই বেকায়দায় পড়বেন অজুহাতে বাস্তবে তা কার্যকর করেননি।সংবাদ কর্মীর উপস্থিতিতে তিনি উচ্ছেদের নির্দেশ নিয়ে গেলেও তৎকালীন উপজেলা নির্বাহী অফিসার তাতে অপরাগতা স্বীকার করেন। বর্তমান সন্দ্বীপ উপজেলা নির্বাহী অফিসার রিগ্যান চাকমা বলেন উক্ত বিষয়ে বলেন এই জায়গায় কয়েকটি দোকান তৈরি করছিল কিছু লোকজন। দোকান গুলি রোডস এন্ড হাইওয়ের জায়গার উপর। উচ্ছেদ মামলা হয়েছে অনেক আগে। উচ্ছেদ করার কথা ছিল আরও পূর্বে। কিন্তু নানা কারণে তা হয়ে উঠেনি।
অবশেষে ১ বছর পর এই উচ্ছেদ অভিযানের সময় উপস্থিত ছিলেন সন্দ্বীপ উপজেলা নির্বাহী অফিসার রিগ্যান চাকমা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসফিক সিফাত উল্ল্যাহ, নৌ বাহিনীর সদস্য, উপজেলা শিক্ষা কর্মকর্তা খোরশেদ আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ইসমাইল, সন্দ্বীপ থানা পুলিশ, ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা মঈনউদ্দীন, রোডস এন্ড হাইওয়ে কর্মকর্তা নাজিম উদ্দীন প্রমুখ।