সন্দ্বীপে বাংলাদেশ জামায়াতে ইসলামী গাছুয়া ইউনিয়ন শাখার কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন গাছুয়া ইউনিয়ন সভাপতি মাওলানা নিজাম উদ্দীন।সভা সঞ্চালনা করেন গাছুয়া ইউনিয়ন কমিটির সাধারন সম্পাদক কামরুল হাছান মাহিন।
কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সন্দ্বীপ উপজেলার আমীর সাবেক চেয়ারম্যান মাওলানা সিরাজুল ইসলাম ফিরোজ।প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন-গাছুয়া ইউনিয়নের প্রতিটি পরিবারে জামায়াতের দাওয়াত পৌঁছে দিতে হবে।এছাড়াও আলোকিত সমাজ গড়তে প্রত্যেক কর্মীদের দায়িত্বশীল হওয়ার আহ্বান সহ কর্মীদের মান উন্নয়নের জন্য আহবান জানান তিনি।
বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সন্দ্বীপ উপজেলার নায়েব আমীর মাওলানা রফিকুল মাওলা। বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সন্দ্বীপ উপজেলার সহকারী সেক্রেটারি মাওলানা এ এস এম হালিম উল্যাহ সহ আরো অনেকে।