পাকিস্তানে দুটি পৃথক বাস দুর্ঘটনায় রোববার কমপক্ষে ৩৫ জন নিহত হয়েছে। নিহতদেও মধ্যে ১২ জন ছিলেন তীর্থযাত্রী, যারা ইরানে পৌঁছানোর চেষ্টা করছিলেন। উদ্ধার ও হাসপাতালের কর্মকর্তারা এ কথা জানান। পাঞ্জাব প্রদেশ ও পাকিস্তান-শাসিত কাশ্মীরের সীমান্তবর্তী আজাদ পত্তন শহরের কাছে একটি গিরিখাদে ডুবে যাওয়া বাসের ২৩ জনের মৃত্যু হয়েছে।
বাসটি সুধানোটি জেলা থেকে যাত্রা শুরু করে। সেখানকারএকজন ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা উমর ফারুক দুর্ঘটনাস্থল থেকে মৃতের সংখ্যা নিশ্চিত করেছেন। আরেক পৃথক দুর্ঘটনায়, বেলুচিস্তানের মাক্রান উপকূলীয় মহাসড়কে ইরান অতিক্রম করার সময় একটি বাস খাদে পড়লে ১২ জনের মৃত্যু হয়।
ঘটনাস্থলে থাকা পুলিশ কর্মকর্তা আসলাম বাঙ্গুলজাই বলেন, যাত্রীরা গাড়ির নিচে চাপা পড়ে আছে কিনা তা পরীক্ষা করার জন্য একটি সেনা ক্রেন বাসটিকে উপত্যকা থেকে তুলতে সাহায্য করার জন্য যাচ্ছে। তাই মৃতের সংখ্যা বাড়তে পারে।
পাকিস্তানে দুটি বাস দুর্ঘটনায় ৩৫ জন নিহত
আন্তর্জাতিক ডেস্ক