ফটিকছড়িতে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে রমজান আলী নামে (২১) এক ইলেকট্রিক মিস্ত্রী নিহত হয়েছে। উপজেলার সুন্দরপুর ৬নং ওয়ার্ডের হালদার পাড় গলা সিকদার বাড়িতে এ ঘটনা ঘটে। সে উক্ত এলাকার মৃত মোহাম্মদ হালিমের পুত্র। স্থানীয় বাসিন্দা মোহাম্মদ রিফাত ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,বন্যা পরবর্তী পানির মোটরে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে সে মারা যায়। উল্লেখ্য,ফটিকছড়িতে ভয়াবহ বন্যার সৃ্ষ্টি হলে বিভিন্নস্থানে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ছিল।