ভারি বর্ষণে চট্টগ্রাম নগরীর সার্সন রোড একটি সড়কে বৈদ্যুতিক তারের উপর গাছ উপড়ে পড়ার ঘটনা ঘটেছে। এতে ওই সড়ক দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়।
আজ বৃহস্পতিবার (২২ আগস্ট) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, লাগাতার বর্ষণ ও ঝড়ো হাওয়ায় হঠাৎ সড়কে একটি বিশাল গাছ ভেঙে পড়ে। এতে ওই সড়কে নিরাপত্তাজতিন কারণে যান ও মানুষের চলাচল বন্ধ রয়েছে। আমরা ফায়ার সার্ভিসকে বিষয়টি জানিয়েছি। মানুষের চলাচল বন্ধ থাকায় দুর্ভোগ পড়েছে স্থানীয়রা।