বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সন্দ্বীপ উপজেলা ও বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে এক বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়।প্রথমে সন্দ্বীপ উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে মিছিল এসে সন্দ্বীপ উপজেলা কমপ্লেক্সের বিএনপির কার্যালয়ে এসে জড়ো হয়।এরপর বিকেল ৩ টায় হাজারো নেতা কর্মী সন্মিলিত হয়ে এক বিশাল গণমিছিল বের করে স্থানীয় এনাম নাহার মোড় পর্যন্ত পুরো সড়ক প্রদক্ষিন করে।
১৫ আগষ্ট বিকালে অনুষ্ঠিত গণমিছিল এর পর এক পথ সভায় বক্তব্য দেন বিভিন্ন স্তরের সিনিয়র নেতৃবৃন্দ। এতে সন্দ্বীপ পৌরসভা সহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত হাজারো নেতা কর্মীর উদ্দেশ্যে সর্বোচ্চ মানবিক আচরন করা সহ নিরপরাধ ও সংখ্যালঘু জনগন সহ সাধারন জনগনের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি দলের সুনাম অক্ষুন্ন রেখে সকল কর্মকান্ড পরিচালনার আহব্বান জানানো হয়।