কোটা সংস্কার নিয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় বসবে সরকার বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।
বৃহস্পতিবার (১৮ জুলাই) দুপুর আড়াইটায় জাতীয় সংসদ ভবনের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি একথা বলেন।
সাংবাদিকদের এক প্রশ্নে মন্ত্রী বলেন, আন্দোলনকারীদের আলোচনার প্রস্তাবকে স্বাগত জানায় সরকার। আমাকে ও শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলকে দায়িত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী। ওরা চাইলে আমরা আজকেই আলোচনায় বসতে রাজি।
আগামী ৭ আগস্টের শুনানি এগিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান মন্ত্রী। অ্যাটর্নি জেনারেলকে বলেছি আগামী রোববার (২১ জুলাই) আদালতে যাতে শুনানি করা যায় সে ব্যবস্থা গ্রহণের জন্য।
আলোচনায় বসতে দেরি হলো কিনা এমন প্রশ্নে আইনমন্ত্রী বলেন, না, শিক্ষার্থীরা আলোচনায় বসার প্রস্তাব দেওয়ার পরই আমরা রাজি হয়েছি।