শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
spot_img

জলাবদ্ধতার কারণ অনুসন্ধানে বাকলিয়ায় সিডিএ চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম নগরীর সবচেয়ে জলাবদ্ধতা-প্রবণ এলাকা হিসেবে চিহ্নিত ১৯ নং দক্ষিণ বাকলিয়া সরেজমিন পরিদর্শন করেছেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষর (সিডিএ)-এর চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইউনুছ।
আজ শুক্রবার দুপুরে মিয়াখান নগরের বেলোয়ার খান সওদাগর জামে মসজিদে জুমার নামাজ আদায় শেষে স্থানীয় বাসিন্দাদের নিয়ে সরেজমিন পর্যবেক্ষণ করে জলাবদ্ধতার কারণ অনুসন্ধানে নামেন তিনি।
এর আগে মুসল্লিদের উদ্দেশ্যে বলেন, আমি এখানে সিডিএ’র চেয়ারম্যান হিসেবে নয়, আপনাদের খাদেম হয়ে এসেছি। আপনাদের এলাকার জলাবদ্ধতার কারণ খুঁজতে এসেছি। আমি চট্টগ্রামের জলাবদ্ধতা শূন্যের কোটায় আনতে চাই। এতে আপনাদের সকলের সহযোগিতা প্রয়োজন। খালে, নালায় বাসাবাড়ির আবর্জনা, পলিথিন ফেলবেন না। খাল-নালা পরিষ্কার রাখা আমাদের সকলের দায়িত্ব। এছাড়া খাল রাস্তা দখল করে ঘরবাড়ি করবেন না। এ নগরীকে বাসযোগ্য ও পরিবেশবান্ধব করে গড়ে তুলতে আমাদেরকেই এগিয়ে আসতে হবে।
সিডিএ চেয়ারম্যান মিয়া খান নগর রেড, মুরালি রোড, ইসমাইল ফয়েজ রোড, পশ্চিম পাড়া, চাক্তাই সংযোগ খাল, চাক্তাই খাল, চাক্তাই স্কুল এরিয়া, হাজী মনসুর আলী রোড এলাকা, বদর আলী খাল, ইসহাকের পোল ও কালামিয়া বাজার এলাকা পরিদর্শন করেন। এ সময় তিনি স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলেন।
সরেজমিন পর্যবেক্ষণে তিনি লক্ষ্য করেন, খাল দখল-সংকোচন, খাল-নালায় সরাসরি ময়লা, আবর্জনা, পলিবর্জ্য নিক্ষেপ, নালায় ময়লা জমার কারণে দক্ষিণ বাকলিয়া একটু বৃষ্টি কিংবা জোয়ারে জলাবদ্ধ হয়ে পড়ে। সিডিএ’র চলমান জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কারণে ইতিমধ্যে কিছু সুফল পাওয়া গেলেও প্রকল্পশেষে তা আর থাকবে না। এ প্রকল্পের আওতায় খাল দখলমুক্ত হবে। খাল দখলদার যতই প্রভাবশালী হোক অপসারণ করা হবে। তবে আমাদের এ সমস্যা থেকে স্থায়ী মুক্তির উপায় আমাদের হাতে। যত্রতত্র ময়লা, আবর্জনা, পলিথিন খাল, নালায় নিক্ষেপ করলে সমস্যায় পড়তে হবে।
পরিদর্শনকালে সিডিএ চেয়ারম্যানের সাথে ছিলেন খাতুনগঞ্জ ট্রেড এন্ড ইন্ডাস্ট্রিজ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সৈয়দ সগীর আহমেদ, ওয়ার্ড কাউন্সিলর হাজী নুরুল হক, মো. নুরুল আলম মিয়া, নগর আওয়ামী লীগ নেতা আবদুর রহমান, ১৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি নুরুল আলম নুরু, বক্সিরহাট ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি জাহাঙ্গীর আলম, আওয়ামী লীগ নেতা শফিউল আজম বাহার, এমআর ইয়াসিন, মহানগর ছাত্রলীগের সহ-সম্পাদক আবু সালেহ নূর রিমন প্রমুখ।
এছাড়া তিনি বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলম ও বীর মুক্তিযোদ্ধা ফকির জামাল আহমদের কবর জিয়ারত ও দোয়া মুনাজাত করেন। তিনি অসুস্থ মহানগর আওয়ামী লীগের সদস্য নুরুল আমিন শান্তি সওদাগরকে দেখতে যান। কিছু সময় তাঁর শয্যাপাশে অবস্থান করে স্বাস্থ্যের খোঁজ খবর নেন।

এই বিভাগের সব খবর

সুবিধাবঞ্চিত শিশুদের সমাজের মূলস্রোতে ফিরিয়ে আনার ওপর দুই উপদেষ্টা’র গুরুত্বারোপ

‘‘একটি নিরাপদ আশ্রয় ও সুন্দর ভবিষ্যৎ সকল শিশুর অধিকার’’ প্রতিপাদ্য নিয়ে পথশিশুদের সমাজ ও রাষ্ট্রের মূলধারায় ফেরাতে করণীয় শীর্ষক এক আলোচনা সভায় সুবিধাবঞ্চিত শিশুদের...

কক্সবাজার-মহেশখালী নৌপথে পরীক্ষামূলকভাবে সি-ট্রাক চলাচল

জেলায় আজ কক্সবাজার শহরের ছয় নাম্বার জেটি ঘাট থেকে কক্সবাজার- মহেশখালী নৌপথে প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে সি-ট্রাক (ফেরি) চলাচল শুরু হয়েছে। আজ শুক্রবার বেলা সাড়ে ১১টায়...

হাটহাজারী থেকে ছিনতাইকৃত প্রাইভেটকার বাকলিয়া থেকে উদ্ধার, গ্রেফতার ৩

হাটহাজারী থেকে ছিনতাই হওয়া একটি প্রাইভেটকারসহ সালাউদ্দিন (৩০), সজিব বড়ুয়া (৪১) এবং আব্দুল্লাহ হোসেন মামুন (৩২) নামের তিন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে মডেল থানা পুলিশ। বৃহস্পতিবার...

সর্বশেষ

সুবিধাবঞ্চিত শিশুদের সমাজের মূলস্রোতে ফিরিয়ে আনার ওপর দুই উপদেষ্টা’র গুরুত্বারোপ

‘‘একটি নিরাপদ আশ্রয় ও সুন্দর ভবিষ্যৎ সকল শিশুর অধিকার’’...

কক্সবাজার-মহেশখালী নৌপথে পরীক্ষামূলকভাবে সি-ট্রাক চলাচল

জেলায় আজ কক্সবাজার শহরের ছয় নাম্বার জেটি ঘাট থেকে...

হাটহাজারী থেকে ছিনতাইকৃত প্রাইভেটকার বাকলিয়া থেকে উদ্ধার, গ্রেফতার ৩

হাটহাজারী থেকে ছিনতাই হওয়া একটি প্রাইভেটকারসহ সালাউদ্দিন (৩০), সজিব...

বাংলাদেশের সংস্কার কর্মসূচির প্রতি সমর্থন জানালো যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকোল এ. চুলিক এবং অ্যান্ড্রু হেরাপের...

জুলাই-মার্চ মাসে তৈরি পোশাক রপ্তানি বেড়েছে ১০.৮৪ শতাংশ

চলতি অর্থবছরের (২৪-২৫) জুলাই-মার্চ মাসে তৈরি পোশাক রপ্তানি  বেড়েছে...

বহদ্দারহাটে যুবলীগের মিছিল, গ্রেপ্তার ৫

চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট মোড় এলাকায় ঝটিকা মিছিল করেছে যুবলীগ।...