চট্টগ্রাম নগরীর চাক্তাই রাজাখালী খালের ফিশারি ঘাট অংশে নিখোঁজ দুই শিশুর মধ্যে একজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
আজ বুধবার (১২ জুন) সকালে রাজাখালী খালের ১৪ নম্বর গলির মুখ থেকে শিশুটি মরদেহটি উদ্ধার করা হয়। তবে উদ্ধার হওয়া শিশুটি পরিচয় সনাক্ত করা যায়নি।
বিষয়টি নিশ্চিত করে বাকলিয়া থানা ওসি আফতাব হোসেন জানান, নিখোঁজ দুই শিশুর মধ্যে একজনের মরদেহ সকালে ভেসে উঠে। শিশুটি মরদেহ উদ্ধার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। উদ্ধার হওয়া শিশুটি পরিচয় জানা যায়নি এখনো। আরেক শিশু উদ্ধারের কাছ চলছে।
গতকাল মঙ্গলবার দুপুর ২টায় খালের পানিতে ককশিট নিয়ে খেলা করার সময় পানির তীব্র স্রোতে ভেসে যেতে দেখে প্রত্যক্ষদর্শীরা। পরে ঘটনাটি জানাজানি হলে পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে এসে শিশু দুইটিকে উদ্ধারে কাজ শুরু করে ফায়ার সার্ভিস।