ফটিকছড়িতে মোহাম্মদ হোসাইনুল করিম নামে এক ব্যবসায়ীর উপর হামলা করে টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বৃহষ্পতিবার দিনগত রাতে উপজেলার সুন্দরপুরে এ ঘটনা ঘটে।জানা যায়,সুন্দরপুর আজিম চৌধুরী হাট(নয়াহাট) বাজারের হাজী ষ্টোরের স্বত্বাধিকারী মোহাম্মদ হোসাইনুল করিম রাতে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে তাঁর উপর ছিনতাইকারীরা হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন এবং ছিনতাইকারীরা তাঁর সাথে থাকা ২ লক্ষ ২০ হাজার টাকা নিয়ে গেছে বলে জানা যায়। তাঁকে উদ্ধার করে নাজিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। বর্তমান নগরীর মোট্রো পলিটন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানা গেছে।
এদিকে মোহাম্মদ বাপ্পু নামের এক ছিনতাইকারীকে গণধোলাই দিয়ে পুলিশ সোপর্দ করেছে এলাকাকাসী। সে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে গুরুতর আহত অবস্থায় চিকৎসাধীন রয়েছে। অভিযুক্ত বাপ্পুর বাড়ি ময়মনসিংহ। সে ফটিকছড়ির রোসাংগরি এলাকায় ভাড়া বাসায় থাকে। শ্বশুর বাড়ি ভুজপুর সুন্দরপুর এলাকায়। আহতের পুত্র ইরফানুল করিম হিরু বলেন,আমার বাবা দোকান বন্ধ করে বাড়ি যাওয়ার পথে উৎপেতে থাকা ছিনতাইকারীরা হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় আমার বাবা এখন হাসপাতালে ভর্তি। খুব দুর্চিন্তায় আছি। ছিনতাইকারীরা আমার বাবার কাছ ২ লক্ষ ২০ হাজার টাকাও নিয়ে গেছে। স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ মহিন বলেন,এলাকাবাসী এক ছিনতাইকারীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। ফটিকছড়ি থানার তদন্ত অফিসার আবু জাফর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,ছিনতাইয়ের ঘটনায় পুলিশের পক্ষে তদন্ত চলছে। ছিনতাইয়ের শিকার ব্যক্তির পরিবারের পক্ষে কোন অভিযোগ এখনো দেওয়া হয়নি। অভিযোগ দিল আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এলাকাবাসী গণধোলাইয় দিয়ে অভিযুক্ত একজনক পুলিশে সোপর্দ করছে এবং সে বর্তমান চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানান তিনি।