বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪
spot_img

সর্বোচ্চ চা পাতা উত্তোলনকারী শ্রমিক হিসেবে ‘জাতীয় চা পুরস্কার’ প্রাপ্ত ফটিকছড়ির একই বাগানের দুই শ্রমিক

মোহাম্মদ রফিকুল ইসলাম,ফটিকছড়ি

পরপর দুবার সারাদেশে সর্বোচ্চ চা পাতা উত্তোলনকারী শ্রমিক হিসেবে ‘জাতীয় চা পুরস্কার’ পেয়েছেন ফটিকছড়ির নেপচুন চা বাগানের দুই শ্রমিক। ৪ জুন (মঙ্গলবার) সকালে ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় চা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে কাজের স্বীকৃতি হিসেবে প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার গ্রহন করেন চা শ্রমিক জেসমিন আকতার ও উপলক্ষী ত্রিপুরা। চা শ্রমিক জেসমিন আকতার নির্বাচিত হন এ বছর আর উপলক্ষী ত্রিপুরা নির্বাচিত হন গত বছর।

জানা গেছে, প্রতি ঘণ্টায় ৪৮ কেজি এবং বছরে ২৫ হাজার ২১৭ কেজি চা পাতা উত্তোলন করে দেশ সেরা হন জেসমিন আকতার। শ্রেষ্ঠ চা উত্তোলনকারী জেসমিন আকতারের আদি বাড়ি কুমিল্লা জেলায়। বর্তমানে স্থায়ী ভাবে স্বামী সংসার নিয়ে নেপচুন বাগানের অভ্যন্তরে বসবাস করেন তারা। ৪১ বছর পূর্বে কাজের সন্ধানে ফটিকছড়ির নেপচুন চা বাগানে আসেন জেসমিন। শুরু থেকে কাজের প্রতি ভীষণ আগ্রহ ছিল তার। জেসমিনের বয়স এখন ৫৭ বছর, তিনি প্রতি ঘণ্টায় ৪৮ কেজির মতো চা পাতা তুলতে পারেন। গত এক বছরে তিনি পাতা তুলেছেন ২৫ হাজার ২১৭ কেজি। কাজের স্বীকৃতি হিসেবে তিনি এ বছর ‘জাতীয় চা পুরস্কার’ পেয়েছেন।

জানতে চাইলে পুরস্কার বিজয়ী জেসমিন আকতার বলেন, “আমি খুব আনন্দিত। পরিবারের সবাই আনন্দিত। গত বছর আমাদের বাগানের আরেক শ্রমিক উপলক্ষী সেরা হয়ে পুরস্কার জিতেছিল। এবার আমি পেলাম। বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই আমাদের মতো ক্ষুদ্র শ্রমিকদের কাজের মূল্যায়ন করার জন্য। পরিবারের আট সদস্য চা শিল্পের সাথে জড়িত উল্লেখ করে জেসমিন আকতার আরো বলেন, নাতি-নাতনীদেরকে আমাদের মতো শ্রমিক পেশায় নিতে চাইনা। তাদেরকে লেখা পড়া শিখিয়ে মানুষের মতো মানুষ করতে চাই। গত বছর নির্বাচিত হওয়া উপলক্ষী ত্রিপুরা উপলক্ষী দিনে এক ঘণ্টায় ৪৯ দশমিক ৯০ কেজি চা পাতা তুলতে পারেন। শ্রেষ্ঠ চা পাতা চয়নকারী ক্যাটাগরিতে ২০২২ সালে ২৮ হাজার ৩ শত চুয়াল্লিশ কেজি চা পাতা চয়ন করে জাতীয় চা পুরস্কার গ্রহণ করেন। চা শ্রমিক উপলক্ষী ত্রিপুরার জন্ম ১৯৭৮ সালে ফটিকছড়ির নেপচুন চা বাগানে। তিন পুরুষ ধরেই তার পরিবারের সদস্যরা চা বাগানের কাজে যুক্ত। সেও ছোটবেলা থেকে বাগানে শ্রমিক হিসেবে কাজ শুরু করে। ৩০ বছরেরও বেশি সময় ধরে চা পাতা উত্তোলনের সঙ্গে তিনি যুক্ত। অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, আমি পড়ালেখা করিনি। আমার জন্ম, বড় হওয়া বিয়ে সবই এই চা বাগানে। ছোটবেলা থেকেই এখানে কাজ করছি। কাজ করতে করতেই দ্রুত চা পাতা তোলার কাজ শিখেছি। পুরস্কার বিততরণ অনুষ্ঠানে তিনি প্রধানমন্ত্র শেখ হাসিনাকে মা সম্ভোধন করে বলেন,আপনি আমাদের মা। আমাকে এ পুরস্কার দেওয়ায় ধন্যবাদ জানাচ্ছি। এবার মোট আটটি ক্যাটাগরিত জাতীয় চা পুরস্কার দেওয়া হয়।

এর মধ্যে শ্রমিক ক্যাটাগরিতে দ্বিতীয়বারের মতো পুরস্কার অর্জন করে ফটিকছড়ির নেপচুন চা বাগান। ১৯৬০ সালে ২৭০০ একর জায়গার ওপর এ বাগান প্রতিষ্ঠিত হয়। ইস্পাহানি গ্রুপের মালিকানাধীন এ বাগানটি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভুজপুর থানার নারায়নহাট ইউনিয়নে অবস্থিত। নেপচুন চা বাগানের উপ-ব্যবস্থাপক রিয়াজ উদ্দিন বলেন, শ্রমিকরা নিরলস শ্রম দিয়ে আমাদের এ বাগানকে একটি পর্যায়ে এনেছেন। এ বছর আমাদের শ্রমিক জেসমিন আকতার এবং গত বছর উপলক্ষী ত্রিপুরা সর্বোচ্চ পাতা উত্তোলনকারী হিসেবে জাতীয় পুরস্কার অর্জন করায় আমরা আনন্দিত ও গর্বিত।

এই বিভাগের সব খবর

চট্টগ্রাম রেলওয়ের ৩০ কোটি টাকার ভূমি উদ্ধার

চট্টগ্রাম রেল স্টেশনের কাছে নিউমার্কেট এলাকায় অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিয়ে রেলওয়ের প্রায়  ত্রিশ কোটি টাকা মূল্যের ৪০ শতক ভূমি উদ্ধার করা হয়েছে। অভিযানে ১২টি...

জ্বালানি খাতকে টেকসই ও গুণগত মানসম্পন্ন করতে কাজ করছে সরকার : পরিবেশ উপদেষ্টা

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, জ্বালানি খাতকে টেকসই এবং ব্যয় সাশ্রয়ী ও গুণগত মানসম্পন্ন  করতে...

অলরাউন্ডারদের র‌্যাংকিংয়ে দ্বিতীয় স্থানে মিরাজ

আইসিসি টেস্ট অলরাউন্ডারদের র‌্যাংকিংয়ে দ্বিতীয় স্থানে উঠলেন বাংলাদেশের মেহেদি হাসান মিরাজ। চলতি সপ্তাহে শেষ হওয়া অস্ট্রেলিয়ার বিপক্ষে এডিলেড টেস্টে ব্যাট-বল হাতে ভালো করতে পারেননি ভারতের...

সর্বশেষ

চট্টগ্রাম রেলওয়ের ৩০ কোটি টাকার ভূমি উদ্ধার

চট্টগ্রাম রেল স্টেশনের কাছে নিউমার্কেট এলাকায় অবৈধ স্থাপনা গুঁড়িয়ে...

জ্বালানি খাতকে টেকসই ও গুণগত মানসম্পন্ন করতে কাজ করছে সরকার : পরিবেশ উপদেষ্টা

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের...

অলরাউন্ডারদের র‌্যাংকিংয়ে দ্বিতীয় স্থানে মিরাজ

আইসিসি টেস্ট অলরাউন্ডারদের র‌্যাংকিংয়ে দ্বিতীয় স্থানে উঠলেন বাংলাদেশের মেহেদি...

তাপস-মুন্নীর গানবাংলা টেলিভিশনের সম্প্রচার বন্ধ

দেড় কোটি টাকার বেশি স্যাটেলাইট ফি বকেয়া থাকার কারণে...

আইনি সুযোগ না থাকায় চিন্ময়ের পক্ষে ঢাকার আইনজীবীর ৩ আবেদনই নাকচ

আইনি সুযোগ না থাকায় রাষ্ট্রদ্রোহ মামলায় কারান্তরীণ চিন্ময় কৃষ্ণ...

আনোয়ারায় রোহিঙ্গা নারীর ভোটার হওয়ার চেষ্টা, আটক ৩

আনোয়ারায় ভুয়া তথ্যে জাতীয় পরিচয়পত্র (এনআইডি কার্ড) করতে গিয়ে...