মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষায় বিভিন্ন বিষয়ে জাতীয়ভাবে পুরস্কারপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা রোরবার জামেয়া মিলনায়তনে জামেয়া গভর্ণিং বডির চেয়ারম্যান প্রফেসর আবুল মহসিন মো. ইয়াহিয়া খানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন আবদুচ ছালাম এমপি। উপস্থিত ছিলেন আনজুমান সেক্রেটারী আলহাজ মোহাম্মদ আনেয়ার হোসেন। উদ্বোধনী বক্তব্য রাখেন অধ্যক্ষ কাজী আব্দুল আলীম রেজভী।
প্রধান অতিথি বলেন, দেশের বৃহত্তম দ্বীনি সংস্থা আনজুমান–এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের ব্যবস্থাপনায় পরিচালিত জামেয়া দেশ–জাতির উন্নয়নে ও মাযহাব–মিল্লাত প্রসারে ব্যাপক অবদান রেখে আসছে। বিশেষ করে আজকের এ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে আমি গর্বিত। ভবিষ্যতেও সাফল্যের এ ধারা অব্যাহত থাকবে বলে আমি বিশ্বাস করি।
তিনি বলেন, জামেয়া আহমদিয়া কামিল মাদরাসার অবকাঠামোসহ সার্বিক উন্নয়নে আমার সহযোগিতা সবসময় অব্যাহত থাকবে। শেষে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন অধ্যক্ষ কাজী আব্দুল আলীম রেজভী।
জামেয়ার সার্বিক উন্নয়নে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত থাকবে : এমপি ছালাম
নিজস্ব প্রতিবেদক