‘সেরা পণ্যে সেরা অফার, ননস্টপ মিলিয়নিয়ার’ ৩০ জনের পর এবার কারা হবেন মিলিয়নিয়ার’, ‘রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার,’ এরকম নানা চমকপ্রদ অফারসম্বলিত ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড নিয়ে ওয়ালটন ‘ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২০’ এ ঘোষিত ননস্টপ মিলিয়নিয়ার অফার উপলক্ষে খাগড়াছড়ির রামগড়ে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১ লা জুন) সোমা ইলেকট্রনিক্স রামগড় ওয়ালটন প্লাজা রামগড় শাখার সত্ত্বাধিকারী তাপস বিশ্বাসের পরিচালনায় শতাধিক গাড়ি নিয়ে জাঁকজমকপূর্ণভাবে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি রামগড় বালিকা উচ্চ বিদ্যালয়ে গিয়ে শেষ হয়। এসময় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে ক্যাম্পেইনের প্রচার-প্রচারণামূলক কার্যক্রম উদ্বোধন করেন রামগড় উপজেলা পরিষদ চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কারর্বারী।
বিশেষ অতিথি ছিলেন পৌরসভার মেয়র রফিকুল আলম কামাল, ওয়ালটন গ্রুপের আঞ্চলিক ম্যানেজার মো. সেলিম হোসেন প্রমুখ। শোভাযাত্রাটির পাশাপাশি জনকল্যাণমুখী বিভিন্ন কর্মসূচি আয়োজন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল- শিক্ষার্থীদের মাঝে গাছের চারা , ছাতা ও উপহার সামগ্রী বিতরণ । এসময় স্থানীয় ক্রেতাদের ননস্টপ মিলিয়নিয়ার ক্যাম্পেইন সম্পর্কে অবহিত করাসহ সাংস্কৃতিক কর্মীদের গানে গানে ক্যাম্পেইনের প্রচার চালানো হয়