চট্টগ্রামের চান্দগাঁও থানা এলাকায় নুরন্নবী হাউজিং সোসাইটির পেছনের ডোবা থেকে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (২৮ মে) বিকাল ৪টায় ওই শিশুর লাশ উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন ৪নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ এসরারুল হক। তিনি বলেন, নিহত শিশুর নাম মনির (১২)। সে চান্দগাঁও থানাধীন খরমপাড়া এলাকার মো. মিজানের ছেলে।
কাউন্সিলর মোঃ এসরারুল হক বলেন, গত ২৬ মে থেকে তার সন্ধান পাওয়া যাচ্ছিল না। এ ঘটনায় পরদিন থানায় একটি নিখোঁজ ডায়েরিও করতে বলি শিশুটির পরিবারকে। আজ বিকেলে জানতে পারি নূরনবী হাউজিং সোসাইটির পেছনে একটি ডোবা থেকে ভাসমান অবস্থায় স্থানীয়রা শিশুর লাশটি উদ্ধার করে। পরে লাশটি পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল কবির বলেন, হাউজিং সোসাইটির পেছনে রেলিং হাঁটছিল শিশুটি। আমরা সিসিটিভি ফুটেজ সংগ্রহ করছি। সিসিটিভি ফুটেজ অনুসন্ধান করে জানাতে পারবো।