চট্টগ্রামে বিভিন্ন এলাকায় চুরি করতে যাওয়া আন্ত:জেলা চোরচক্রের ২ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। একই সঙ্গে উদ্ধার করা হয়েছে চুরির কাজে ব্যবহৃত সরঞ্জাম ও চোরাই মালামাল।
বুধবার (১৫ মে) কোতোয়ালী ও চান্দগাঁও থানায় পৃথক অভিযানে দুই আসামিকে গ্রেফতার করে সিএমপি। গ্রেফতার আসামিরা হলো আব্দুল্লাহ আল হৃদয় রিফাত (২২) ও মোঃ কামাল হোসাইন মুন্না (২৪)।
পুলিশ জানায়, চান্দগাঁও আবাসিকে একটি ঘরের তালা কেটে স্বর্ণালংকার, নগদ টাকা নিয়ে যায় চোর চক্র। এ ঘটনায় থানায় মামলা হয়। চোর চক্রের এক সদস্যকে ধরার পর তার জবানবন্দি অনুসারে কোতোয়ালী থানার এলাকার সিআরবি থেকে আব্দুল্লাহ আল হৃদয় রিফাতকে আটক করা হয় এবং চাঁন্দগাও থানা এলাকা থেকে আসামি মোঃ কামাল হোসাইন মুন্নাকে আটক করা হয়।
এসময় চুরি যাওয়া গলানো স্বর্ণ উদ্ধার করা হয়। চুরিতে ব্যবহৃত লোহার তৈরি কাটার, ১টি প্লাস এবং ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
চট্টগ্রামে চোর চক্রের ২ সদস্য গ্রেফতার
অনলাইন ডেস্ক