বোয়ালখালী উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে তালাবদ্ধ করে দেবার অভিযোগ স্থানীয় নেতাকর্মীদের। সোমবার (১৪ মে) সকালে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও চেয়ারম্যান প্রার্থী রেজাউল করিম রাজা নিজেই তালাবদ্ধ করার অভিযোগ উঠেছে।
স্থানীয় দলীয় সূত্রে জানা যায়, উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন চৌধুরী চেয়ারম্যান পদে নির্বাচনে মোটরসাইকেল প্রতীক নিয়ে প্রতিন্দন্দ্বীতা করছেন। নির্বাচন পরিচালনায় দলীয় কার্যালয় ব্যবহার করাকে কেন্দ্র করে আওয়ামী লীগের সাধারন সম্পাদক রেজাউল করিম রাজা,নিজেই দলীয় কার্যালয়ে সকালে তালাবদ্ধ করলে দুই প্রার্থীর সমর্থকদের মাঝে ক্ষোভ সৃষ্টি হয়। এবিষয়ে দৈনিক কালবেলাকে উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন চৌধুরী বলেন,কেন তালা মেরেছে আমি জানিনা দলীয় কার্যালয় কর্মীদের সম্পদ কোন কথাবার্তা ছাড়া ওনি নিজে তালাবদ্ধ করা সত্যিই দুঃখজনক কারণ জানতে ওনাকে কয়েকবার ফোন দিলেও রিসিভ করেননি।
এদিকে দলীয় কার্যালয়ে তালা মারার বিষয়ে জানতে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজার ফোনে সংযোগ পাওয়া যায় নি।