চট্টগ্রাম নগরীর নাসিরাবাদ আপন নিবাস আবাসিক এলাকার একটি ডাস্টবিনে দুই বাচ্চা পাওয়া গেছে। তবে বাচ্চা দুইটিই ছিল অপূর্ণ।
মঙ্গলবার (১৪ মে) সন্ধ্যার দিকে ডাস্টবিনে পড়ে থাকা অবস্থায় বাচ্চা দুইটিকে পথচারীরা দেখতে পায়।
এক প্রত্যক্ষদর্শী জানায়, এলাকায় আমরা বসেছিলাম। তখন দেখি ডাস্টবিনটির পাশে অনেক মানুষ জড়ো হয়েছে। আমিও সেখানে গিয়ে দেখি দুই মরা বাচ্চা সেখানে পড়ে আছে। হয়তো কেউ ফেলে দিয়ে গেছে। কেউ কোনো ব্যবস্থা নিচ্ছিল না। তখন আমি জরুরি নাম্বার ৯৯৯ এ ফোন দিলে পুলিশ এসে তাদের ব্যবস্থা নেয়।
শাকিল নামে আরেক প্রত্যক্ষদর্শী বলেন, বাচ্চা দুইটি অপরিপূর্ণ ছিল। ৪ থেকে ৫ মাসের বেশি হবে না। কেউ বাচ্চা দুইটা ফেলে চলে গেছে।
স্থানীয়রা বাচ্চা দুটি দেখতে পেয়ে থানায় খবর দিলে পুলিশ বাচ্চা দুটিকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে বাচ্চা দুইটি চমেক হাসপাতালে রয়েছে।