চট্টগ্রাম নগরীতে জুয়ার আসরে অভিযান চালিয়ে ৯ জুয়াড়িকে গ্রেফতার করে বায়েজিদ বোস্তামী থানা পুলিশ। শনিবার (১১ মে) থানা সূত্রে নিশ্চিত করা হয়, গতকাল নগরীর বায়েজিদ এলাকা থেকে জুয়া খেলা অবস্থায় তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, নুর আলম (৬৫), মোঃ ওসমান (৩৫), মোঃ সাইদুল ইসলাম (৫০), মকবুল হোসেন (৬০), মোঃ সালিক আহাম্মদ (৫০), আবু মাসুদ (৬৮), মোঃ রাজ্জাক (৭৫), আব্দুল্লাহ (২৮) ও মোঃ সোকন (৫৫)।
থানা সূত্রে আরো জানা যায়, নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন রৌফাবাদ রেল লাইনের পাশে মোঃ নুর আলম প্রঃ ডিবি আলমের ৩নং রুম জুয়া খেলা অবস্থায় ৯ জুয়াড়িকে গ্রেফতার করা হয়। এ সময় জুয়া খেলার সরঞ্জাম তাস ও নগদ টাকা জব্দ করা হয়।
বায়েজিদ বোস্তামী থানা ওসি সনজয় কুমার সিনহা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে চট্টগ্রাম মহানগর পুলিশ অধ্যাদেশ মোতাবেক বিজ্ঞ আদালতের প্রসিকিউশন দাখিল করা হয়েছে।
বায়েজিদে জুয়ার আসরে পুলিশের হানা, গ্রেফতার ৯ জুয়াড়ি
নিজস্ব প্রতিবেদক