গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত। রেজি নং – ১৬৯

লায়ন্স ক্লাবের কনভেনশন উদ্বোধনে শিক্ষামন্ত্রী

জীবনমুখী শিক্ষায় শিক্ষিত জাতি তৈরি করতে চাই

নিজস্ব প্রতিবেদক

লায়ন্স ক্লাবের দুদিনব্যাপী কনভেনশনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল এমপি বলেছেন, জীবনমুখী শিক্ষার কোনো বিকল্প নেই। জীবনমুখী শিক্ষায় শিক্ষিত একটি জাতি গঠনের জন্য আমরা কারিকুলামে পরিবর্তন এনেছি। আমরা একটি সমৃদ্ধ এবং স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য জীবনমুখী শিক্ষায় শিক্ষিত একটি জাতি তৈরি করতে চাই। তিনি শিক্ষা পরিবার তথা সরকারের এই উদ্যোগে লায়ন সদস্যদের সহায়তা কামনা করেন।

শিক্ষা মন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, সারাদেশে আপনাদের হাজার হাজার লায়ন সদস্য রয়েছেন। আপনারা সারা বছর মানুষের জন্য কাজ করেন। শিক্ষাক্ষেত্রেও আপনাদের অনেক বেশি কাজ করার সুযোগ রয়েছে। আপনারা কিংবা সমাজের বিভিন্ন ক্ষেত্রের প্রভাবশালীরা শিক্ষার উন্নয়নে এগিয়ে আসলে দেশ উপকৃত হবে। তিনি লায়ন সদস্যদের শিক্ষার উন্নয়নে কাজ করার আহ্বান জানান। শিক্ষা মন্ত্রী বলেন, আমরা শিক্ষা পরিবার থেকে লায়ন্স ক্লাবের সাথে প্রাতিষ্ঠানিকভাবে কাজ করতে আগ্রহী। আপনাদের সাথে নিয়ে সামনের দিনগুলোতে আমরা জাতির জন্য অনেক ভালো কিছু করতে পারবো।

লায়ন্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩২৫ বি ৪ এর ২৭ তম কনভেনশন ২০২৪ ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন এমডি এম মহিউদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করতে গিয়ে শিক্ষা মন্ত্রী আরো বলেন, শুধু ফ্লাইওভার বা রাস্তা করলে আমরা স্মার্ট হবো না। আমাদের স্মার্ট হওয়ার জন্য মানসিকতারও পরিবর্তন ঘটাতে হবে। আমাদের কিছু কিছু সমস্যাও রয়েছে। পাবলিক সেক্টরের এসব সমস্যা সমাধানে সরকার কাজ করছে। আমরা সবাই মিলে আন্তরিকতা নিয়ে নিজেদের কাজটি ঠিকঠাকভাবে করলে মানুষের ভাগ্য পরিবর্তন হবে বলে তিনি মন্তব্য করেন। সবার সম্মিলিত চেষ্টায় আমরা স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ করতে সক্ষম হবো। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাবেক আন্তর্জাতিক পরিচালক (আইডি) লায়ন কাজী আকরামউদ্দিন আহমেদ, আইডি (এনড্রোসি) লায়ন নাজমুল হক, লায়ন ইঞ্জিনিয়ার আব্দুল ওয়াহহাব।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন আইপিডিজি লায়ন শেখ শামসুদ্দিন আহমেদ সিদ্দীকি, পিডিজি লায়ন সাইফুল ইসলাম, লায়ন ওয়াহিদুর রহমান আজাদ, লায়ন এস কে কামরুল, লায়ন ফারহানা বাখস, লায়ন মোহাম্মদ হানিফ, লায়ন মো. সামসুল আলম, লায়ন মো. আশরাফ হোসেইন খান হীরা, লায়ন মো. সফিউল আলম শামিম, লায়ন সাব্বির মোহাম্মাদ সায়েম, লায়ন এ কে এম গোলাম ফারুক, লায়ন ডা. এ কে এম সরোয়ার জাহান জামিল, পিডিজি লায়ন নাজমুল হক চৌধুরী, পিডিজি লায়ন রুপম কিশোর বড়ুয়া, পিডিজি লায়ন রফিক আহমেদ, পিডিজি লায়ন মোহাম্মাদ আনোয়ার শওকত আফসার, পিডিজি লায়ন ডা. শ্রী প্রকাশ বিশ্বাস, পিডিজি লায়ন মোহাম্মদ কবির উদ্দিন ভুঁইয়া, পিডিজি লায়ন নুরুল ইসলাম, পিডিজি লায়ন এস এম শামসুদ্দিন, পিডিজি লায়ন সিরাজুল হক আনসারি, পিডিজি লায়ন শাহ আলম বাবুল, পিডিজি লায়ন আল সাদাত দোভাষ।

অনুষ্ঠানে গভর্নর (ইলেক্ট) লায়ন কোহিনুর কামাল, প্রথম ভাইস জেলা গভর্নর (ইলেক্ট) লায়ন মোসলেহ উদ্দিন আহমেদ অপু, কেবিনেট সেক্রেটারি লায়ন আবু বক্কর সিদ্দিকী বক্তব্য রাখেন। স্বাগত বক্তব্য রাখেন কনভেনশন কমিটির চেয়ারম্যান লায়ন মীর্জা আকবর আলী চৌধুরী।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে লায়ন মো. ইমতিয়াজ ইসলাম, লায়ন আ জ ম সাইফুল ইসলাম টুটুল, লায়ন মো. ইউসুফ চৌধুরী, লায়ন এস এম আশরাফুল আলম আরজু, লায়ন জাহাঙ্গীর মিয়া, লায়ন আবু মোরশেদ, লায়ন নিশাত ইমরান, লায়ন নুর মোহাম্মদ বাবু, কনভেনশন কমিটি সেক্রেটারি লায়ন গাজি মো. শহিদুল্লাহ, ট্রেজারার লায়ন মাইনুদ্দিন জিলাল প্রমুখ উপস্থিত ছিলেন।

এই বিভাগের সব খবর

ফটিকছড়িতে দুই প্রিজাইডিং অফিসারকে অব্যাহতি

ফটিকছড়িতে প্রার্থীর পক্ষে নির্বাচনি প্রচারণামূলক মতবিনিময় সভায় অংশগ্রহণ করায় দুই প্রিজাইডিং অফিসারকে অব্যাহতি দেওয়া হয়েছে। ১৭ মে উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার...

কানের লাল গালিচায় দ্যুতি ছড়ালেন ঐশ্বরিয়া

বিশ্ব চলচ্চিত্রজগতের সম্মানজনক আসর কান চলচ্চিত্র উৎসব। ফ্রান্সের দক্ষিণ-পূর্ব অঞ্চলের শহর কানে গেল ১৪ মে এ উৎসবটির ৭৭তম আসরের পর্দা উঠেছে। বরাবরের মতো এবারের...

পতেঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে লরি, নিহত ১

চট্টগ্রাম নগরীর পতেঙ্গায় বিমান বন্দরের সড়কের মোড়ে বাটারফ্লাই সংলগ্ন পুকুরে একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে গেছে। এতে ১ জন পথচারী নিহত এবং আহত...

সর্বশেষ

ফটিকছড়িতে দুই প্রিজাইডিং অফিসারকে অব্যাহতি

ফটিকছড়িতে প্রার্থীর পক্ষে নির্বাচনি প্রচারণামূলক মতবিনিময় সভায় অংশগ্রহণ করায়...

কানের লাল গালিচায় দ্যুতি ছড়ালেন ঐশ্বরিয়া

বিশ্ব চলচ্চিত্রজগতের সম্মানজনক আসর কান চলচ্চিত্র উৎসব। ফ্রান্সের দক্ষিণ-পূর্ব...

পতেঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে লরি, নিহত ১

চট্টগ্রাম নগরীর পতেঙ্গায় বিমান বন্দরের সড়কের মোড়ে বাটারফ্লাই সংলগ্ন...

ষড়যন্ত্র মোকাবেলা করে আওয়ামী লীগ দেশকে এগিয়ে নিয়ে যাবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দেশের জনগণকে...

বান্দরবানে কেএনএফ নারী শাখার প্রধান আটক

র‍্যাবের অভিযানে বান্দরবানে পাহাড়ের সশস্ত্র সংগঠন কুকি চিন ন্যাসনাল...