বোয়ালখালীতে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদে মুক্তিযোদ্ধা এস,এম সেলিম,কে প্রার্থী হিসেবে আনুষ্ঠানিক ভাবে ঘোষনা করা হয়েছে।
সোমবার (২৯ এপ্রিল) সকালে উপজেলা পরিষদ নির্বাচনে বোয়ালখালী মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে এক সমাবেশে এই ঘোষনা করা হয়। বীর মুক্তিযোদ্ধা আহমেদ হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা বাবু রাজেন্দ্র প্রসদ চৌধুরী,বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা বসার কমান্ডার, বীর মুক্তিযোদ্ধা মাহাবুল আলম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ নুরুল মোস্তফা, বীর মুক্তিযোদ্ধা সড়ৎ বড়ুয়া, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামসহ বোয়ালখালী বিভিন্ন ইউনিয়ন থেকে মুক্তিযোদ্ধারা এই সমাবেশে উস্থিত ছিলেন। সভায় সর্বসম্মতিক্রমে বর্তমান উপজেলা ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম সেলিমকে আগামী ২৯ তারিখ উপজেলা নির্বাচনে মুক্তিযোদ্ধাদের একক প্রার্থী হিসেবে ঘোষণা করেন।