চট্টগ্রামে কালুরঘাটে ফেরি থেকে বেইলি ব্রীজে উঠার সময় সিএনজি চালিত টেম্পুর ধাক্কায় বোয়ালখালী পৌরসভার ১নং ওয়ার্ডের পল্লী চিকিৎসক মোহাম্মদ হাসানের মেয়ে ফাতেমাতুজ জোহরা নুপুর (১৯) নামের কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
সোমবার (২৯ এপ্রিল) সকাল ১০ টার দিকে ফেরিঘাটের পূর্ব দিকে দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী সেলিম বলেন, একটি সিএনজি চালিত টেম্পু ফেরি থেকে বেইলি ব্রীজ হয়ে পূর্ব পাড়ে উঠতে গিয়ে পিছন দিকের ধাক্কায় কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডা. সঞ্জয় সেন তাঁকে মৃত ঘোষণা করেন।