প্রচণ্ড তাপদাহে শ্রমজীবী ও পথচারীদের মাঝে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে গতকাল সুপেয় পানি ও শরবত বিতরণ করেন ভারপ্রাপ্ত মেয়র মোহাম্মদ গিয়াস উদ্দিন।
শরবত বিতরণকালে তিনি বলেন, দেশের বিভিন্ন স্থানে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। এই ধারাবাহিকতা আরো কয়েকদিন থাকবে। এ তাপমাত্রা উঠানামার কারণে ডি–হাইড্রেশন ও হিট স্ট্রোক হওয়ার আশংকা রয়েছে। তাই নগরবাসীকে যথাসম্ভব ঘরে থাকা ও পরিমাণ মতো পানি পান করার আহ্বান জানান তিনি।