কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড ঘটেছে। আগুনে দুটি দোকান ও দুটি বসতঘর পুড়ে গেছে। তবে বড় ধরনের অগ্নিকাণ্ড থেকে রক্ষা পেয়েছে তিনটি রোহিঙ্গা ক্যাম্প।
শুক্রবার (২৬ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে কুতুপালং ২ ওয়েস্ট রোহিঙ্গা ক্যাম্পের একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়।
২ ওয়েস্ট ক্যাম্পের বাসিন্দা রোহিঙ্গা যুবক মোহাম্মদ শফিক জানান, আগুনের তীব্রতা দেখে মনে হচ্ছিলো দ্রুত তিন ক্যাম্পে ছড়িয়ে যাবে। আল্লাহর রহমতে আমরা ও স্বেচ্ছাসেবকরা মিলে আগুন নিয়ন্ত্রণে আনতে পেরেছি।
স্থানীয়রা জানান, ২ ওয়েস্ট রোহিঙ্গা ক্যাম্পে দুইদিন আগে খুন হয় এক কমিউনিটি নেতা (মাঝি)। এ ঘটনার জেরে রোহিঙ্গা সন্ত্রাসীরা অগ্নিকাণ্ড ঘটিয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
উখিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।