বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫

চট্টগ্রামে বেসরকারি স্বাস্থ্যকেন্দ্রে সেবা বন্ধ, রোগীদের ভোগান্তি

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম নগরের কাতালগঞ্জে বেসরকারি হাসপাতাল ইবনে সিনা ডায়াগনস্টিক ও কনসালটেশন সেন্টারে সকাল থেকে প্রধান ফটকের শাটার অর্ধেক নামানো দেখা গেছে। ভেতরে লোকজন দেখা গেলেও কার্যক্রম বন্ধ রয়েছে। দরজার বাইরে নোটিশ বোর্ডে লাগানো। তাতে লেখা আছে ‘আজ মঙ্গলবার সকাল ৬টা থেকে বুধবার সকাল ৬টা পর্যন্ত সকল প্রকার প্রাইভেট প্র্যাক্টিস বন্ধ থাকবে।’ এ অবস্থায় সেবা না পেয়ে রোগীসহ স্বজনদের ফিরে যেতে দেখা গেছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন তাঁরা।
এ চিত্র নগরের সব বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলোতে। জেলায় ৫ শতাধিক বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার রয়েছে। সম্প্রতি দুই চিকিৎসকের ওপর হামলার দাবিতে চট্টগ্রামে চিকিৎসকেরা ২৪ ঘণ্টা কর্মবিরতি পালন করছেন।
আর তাতে দুর্ভোগ পোহাচ্ছেন চট্টগ্রামবাসীসহ দূর–দূরান্ত থেকে আসা হাজার হাজার রোগী ও তাঁদের স্বজনেরা। তাঁরা চিকিৎসক দেখাতে না পারার পাশাপাশি রোগের কোনো পরীক্ষা-নিরীক্ষা করাতে পারছেন না।
আজ মঙ্গলবার মেয়েকে সঙ্গে নিয়ে মুখ ফ্যাকাশে ও অস্থির দেখানো মধ্যবয়সী এক নারী নগরের পাঁচলাইশ থানা সংলগ্ন পার্কভিউ বেসরকারি হাসপাতালে আসেন। সেখানে ডাক্তার দেখাতে হবে বললে রিসেপশনে দায়িত্বে থাকা মো. আবদুল্লাহ ওই নারীকে অনেকটা উচ্চকণ্ঠে বলেন, ‘আগামীকাল সকাল ৬টা পর্যন্ত কোনো ডাক্তার নেই। আমাদের কিছু করার নেই।’ পরে ওই নারী দ্রুত গতিতে সেই হাসপাতাল থেকে বেরিয়ে পড়েন।
আবদুল্লাহ বলেন, ‘চিকিৎসকদের ওপর হামলার প্রতিবাদে নেওয়া সিদ্ধান্তকে একাত্মতা প্রকাশ করে হাসপাতালে সব ধরনের সেবা বন্ধ রাখা হয়েছে।’
তবে ওই হাসপাতালে আগে থেকে ভর্তি থাকা এক রোগীর স্বজন মো. তৌহিদ হোসেন বলেন, ঈদের পরদিন থেকে তাঁর বাচ্চাকে এই হাসপাতালে ভর্তি করেছেন। ডাক্তারদের ধর্মঘটের বিষয় তিনিও জেনেছেন।
তৌহিদ বলেন, ‘হাসপাতালে পূর্বে যারা ভর্তি হয়েছে তাঁদের কোনো সমস্যা হচ্ছে না। তবে নতুন কোনো রোগী ভর্তি নেওয়া হচ্ছে না। ইনডোর কার্যক্রম ঠিক আছে।’
একই চিত্র দেখা গেছে পাঁচলাইশে সার্জিস্কোপ হসপিটাল লিমিটেডে। সেখানে ডাক্তারদের প্রাইভেট প্র্যাকটিস বন্ধ, নতুন রোগী ভর্তি ও সেবা বন্ধ রাখা হয়েছে।
দুপুর ১টা নাগাদ হাসপাতাল রিসেপশনে থাকা এক নারী আজ মঙ্গলবার বাদে বুধবারে ডাক্তার দেখানোর জন্য রোগীদের সিরিয়াল দিচ্ছেন।
সরেজমিন দেখা গেছে, নগরের প্রবর্তক মোড়সহ সব ধরনের বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে একই চিত্র। রোগী দেখাতে না পারার পাশাপাশি কোনো পরীক্ষা–নিরীক্ষা করা হচ্ছে না। বেশির ভাগ হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারগুলোতে শাটার বন্ধ রাখা অবস্থায় আছে।
বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে যখন সেবা বন্ধ তখন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে উপচে পড়া ভিড় ছিল। সকাল থেকে হাসপাতালের জরুরি বিভাগে রোগীদের লম্বা লাইন ছিল। নারী, শিশু থেকে সব বয়সীরা ভিড় করছে। হাসপাতালে আউটডোরেও উপচে পড়া ভিড় ছিল।
বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) চট্টগ্রাম শাখার সভাপতি অধ্যাপক ডা. মুজিবুল হক খান বলেন, ‘আমাদের সিদ্ধান্ত বুধবার সকাল ৬টা পর্যন্ত বলবৎ থাকবে। পরবর্তী সিদ্ধান্ত আলাপ-আলোচনা সাপেক্ষে নেওয়া হবে।’


প্রসঙ্গত, ১০ এপ্রিল পটিয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় আহত এক রোগীকে চিকিৎসা দিতে দেরি করার অভিযোগে ডা. রক্তিম দাশকে মারধর করা হয়। এ ঘটনায় ১১ এপ্রিল রাতে হাসপাতালটির নির্বাহী পরিচালক এস এইচ খাদেমী বাদী হয়ে পটিয়া থানায় মামলা করেন। মামলায় উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মোহাম্মদ সৈয়দসহ ৫ জনের নাম উল্লেখ করে এবং ১০-১২ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।
এ ছাড়া গত ১৪ এপ্রিল নগরের বেসরকারি হাসপাতাল মেডিকেল সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় এক শিশুর মৃত্যুর পর রিয়াজ উদ্দিন শিবলু নামের এক চিকিৎসককে মারধর করে রোগীর স্বজনেরা। এ ঘটনায় ওই দিন রাতেই হাসপাতালটির ব্যবস্থাপক ইয়াসিন আরাফাত বাদী হয়ে থানায় মামলা করেন। মামলায় একজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ৭–৮ জনকে আসামি করা হয়।
ওই ঘটনার প্রতিবাদে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন বিএমএ চিকিৎসক রক্তিম দাশের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ও চিকিৎসক শিবলুর ওপর হামলাকারীদের জামিন বাতিলের দাবিতে আল্টিমেটাম দিয়েছিল। গত ২২ এপ্রিল পরে সংগঠনটি কর্মবিরতি কর্মসূচি দেন।

এই বিভাগের সব খবর

ফুটবলার ঋতুপর্ণা চাকমার ক্যান্সার আক্রান্ত মায়ের পাশে তারেক রহমান

‘গোল্ডেন গার্ল’ খ্যাত ফুটবলার ঋতুপর্ণা চাকমার ক্যান্সারে আক্রান্ত মায়ের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমরা বিএনপি পরিবার-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক...

গত ১৮ মে হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার হন দেশের জনপ্রিয় চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। গ্রেফতারের পর তাকে কারাগারে পাঠানো হয়। পরে আদালত থেকে জামিন পেয়ে মুক্ত...

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান ও তার পরিবারের ২৬টি বিও অ্যাকাউন্ট অবরুদ্ধ

আওয়ামী লীগ সরকারের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, তার পরিবার ও স্বার্থ সংশ্লিষ্টদের ২৬টি বিও অ্যাকাউন্ট অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন ঢাকার একটি  আদালত। এসব অ্যাকাউন্টে...

সর্বশেষ

ফুটবলার ঋতুপর্ণা চাকমার ক্যান্সার আক্রান্ত মায়ের পাশে তারেক রহমান

‘গোল্ডেন গার্ল’ খ্যাত ফুটবলার ঋতুপর্ণা চাকমার ক্যান্সারে আক্রান্ত মায়ের...

গত ১৮ মে হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার হন দেশের জনপ্রিয়...

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান ও তার পরিবারের ২৬টি বিও অ্যাকাউন্ট অবরুদ্ধ

আওয়ামী লীগ সরকারের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, তার পরিবার...

চুরি হওয়া ১২ লাখ টাকার স্বর্ণালংকার উদ্ধার, ১৩ মামলার আসামি গ্রেপ্তার

চট্টগ্রামের বাকলিয়া থানার নতুনব্রিজ এলাকায় চুরি হওয়া ১২ লাখ...

লেখক শাম্মী তুলতুলের পিতা আবু মোহাম্মদ খালেদ আর নেই

লেখক ও কথাসাহিত্যিক শাম্মী তুলতুলের পিতা বীরমুক্তিযোদ্ধা আলহাজ আবু...

চট্টগ্রামে নালায় পড়ে মৃত্যুর মিছিলে আরো এক শিশু

চট্টগ্রাম নগরে নালায় পড়ে মৃত্যুর মিছিলে যুক্ত হয়েছে আরো...