জেলা প্রশাসন ফেনীর আয়োজনে, ফেনী পৌরসভার সহযোগিতায়,জেলা শিল্পকলা একাডেমি ফেনীর তত্ত্বাবধানে, সাত দিনব্যাপী -” শুভ নববর্ষ – ১৪৩১ বরণ উদযাপন ; লোকজ মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মঞ্চে জাতীয় কবিতা পরিষদ, ফেনী জেলা শাখার কবিবৃন্দ স্বরচিত কবিতা পাঠে বর্ষবরণ করেন- দেশ,জাতি, মানবতা ও বিশ্বের কল্যাণ কামনায় স্বরচিত পংক্তিমালায়।
স্বরচিত কবিতা পাঠে বর্ষবরণকারী কবিবৃন্দ হলেন – জাতীয় কবিতা পরিষদ, ফেনী জেলা শাখার সভাপতি – কবি মুহাম্মদ ইকবাল চৌধুরী ; সহ সভাপতি – কবি ইকবাল আলম; সাধারণ সম্পাদক – কবি উত্তম কুমার দেবনাথ ; কবি শিখা সেনগুপ্তা; কবি নিস্রিন জেরিন সিলতানা; কবি মোঃ শাহ আলম; কবি স্বদেশ দত্ত ; কবি রেহানা আক্তার এবং উপস্থিত ছিলেন – কবি সহদেব দাস প্রমুখ।