সন্দ্বীপ থানা পুলিশ ও র্যাবের সহায়তায় মোহাম্মদ হোসেন(২০) নামে সন্দ্বীপের যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামি চট্টগ্রাম হতে গ্রেফতার করা হয়েছে। আটককৃত আসামীর পিতা-মৃত রফিকুল ইসলাম, মাতা-রেখা বেগম। তার ঠিকানা সাং-রহমতপুর, আদমখাঁর বাড়ী প্রকাশ আদিক্যার গো বাড়ী, ০৩নং ওয়ার্ড, রহমতপুর ইউপি, থানা-সন্দ্বীপ। সন্দ্বীপ থানা সুত্রে জানা যায় গত ৮ এপ্রিল চট্টগ্রাম হইতে বর্নিত আসামীকে গ্রেফতার করা হয়। সে হালিশহর থানার মামলা নং-১৪(০৩)১৭, জিআর-৭৬/১৭, দায়রা-৬১১৭/১৭, ধারা- ৩০২/৩৮০ দঃ বিঃ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ওয়ারেন্ট এর পলাতক আসামি।