যরত সৈয়দ গোলামুর রহমান বাবা ভাণ্ডারী(কঃ)এর উরস শরিফ মহান ২২ চৈত্র শেষে পবিত্র চাহরম শরিফ যথাযথযোগ্য মর্যাদায় অনুষ্ঠিত হয়েছে। ৮ এপ্রিল মাইজভাণ্ডার দরবার শরীফস্থ বিভিন্ন মনজিল মহাসমারোহে পবিত্র চাহরম শরীফ উদযাপন করে। চাহরম শরীফ উপলক্ষে বিভিন্ন ফলাদিসহ হাদিয়া নিয়ে আশেক ভক্তের সমাগম ঘটে।
এদিকে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে গাউছিয়া হক মনজিলে পবিত্র চাহরম শরীফ উদযাপিত হয়। চাহরম শরিফের ফাতেহা উপলক্ষে বিশ্ববাসীর কল্যাণে মুনাজাত করেন গাউছিয়া হক মনজিলের সাজ্জাদানশীন রাহবারে আলম হযরত শাহসূফি আলহাজ্ব সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী(ম.) উল্লেখ্য হযরত সৈয়দ গোলামুর রহমান বাবা ভাণ্ডারী(কঃ)এর পবিত্র বার্ষিক ওরশ শরীফ মহান ২২ চৈত্র ৫ এপ্রিল অনুষ্ঠিত হয়।