চট্টগ্রামের ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত ইছমু আক্তার (৩৫) নামের গৃহবধু মারা গেছেন। ৮ এপ্রিল সোমবার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।
নিহত গৃহবধু উপজেলার পাইন্দং ইউপির বেড়াজালি গ্রামের ওমান প্রবাসী মো: ফোরকানের স্ত্রী। তিনি ২সন্তানের জননী। উল্লেখ্য,রবিবার (৭ এপ্রিল) উপজেলার ভূজপুর নাশন্যাল স্কুল এন্ড কলেজ সংলগ্ন সড়কে সিএনজি -টমটমের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনার ঘটনা ঘটে।
এ ঘটনায় সেদিন মারা যান ফটিকছড়ির বাবুনগর মাদ্রাসার শিক্ষার্থী হাফেজ মো: শাকিল (২০)। এছাড়াও এ ঘটনায় গুরুতর আরো ২জন হলেন- নিহত গৃহবধুর মেয়ে শিশু রাইসা মনি (৬) ও ওয়াজিয়া (১৫)। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় সাবেক ইউপি সদস্য ও পার্শ্ববর্তী বাসিন্দা আনোয়ারুল আজিম।