দীর্ঘ ৮ বছর পলাতক থাকার পর চট্টগ্রাম মেডিকেলে রোগীকে ধর্ষণের চাঞ্চল্যকর ঘটনায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মো. জালাল আহম্মদ ওরফে রাকিবকে গ্রেপ্তার করেছে র্যাব। রবিবার (৭ এপ্রিল) বিকেলে তাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে র্যাব।
জানা গেছে, ২০১৫ সালের ২২ সেপ্টেম্বর এক অসুস্থ নারী চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নাক, কান ও গলা বিভাগে ডাক্তার দেখাতে যান। ওই বিভাগে কর্মরত পরিচ্ছন্নকর্মী মো. জামাল আহম্মদ ওরফে রাকিব ভুক্তভোগী নারী রোগীকে দেখে ডাক্তারের সিরিয়াল দেওয়ার প্রলোভন দেখিয়ে হাসপাতালের বহির্বিভাগের একটি পরিত্যক্ত রুমে অপেক্ষা করতে বলেন। পরে সুযোগ নিয়ে পরিচ্ছন্নকর্মী রাকিব ভুক্তভোগী নারী রোগীকে ধর্ষণ করে। এ সময় ভুক্তভোগীর চিৎকারে আশপাশের লোকজন এসে ধর্ষক রাবিককে হাতেনাতে আটক করে পুলিশের নিকট হস্তান্তর করেন।
এ ঘটনায় ভুক্তভোগী চট্টগ্রাম মহানগরীর পাঁচলাইশ মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। মামলা রুজু হওয়ার পর গ্রেপ্তার আসামি রাবিক বিচার প্রক্রিয়া চলাকালে কিছুদিন জেল খেটে জামিনে মুক্তি পেয়ে আত্মগোপনে চলে যায়।