সাফল্য সাহিত্য সংস্কৃতি পরিবার বাংলাদেশ, মানবতার কল্যাণে সাফল্য সংগঠনের আয়োজনে গতকাল রংপুরের মর্ডান ধর্মদাস এলাকার আব্দুল মজিদ দারুদ তাকওয়া হাফিজিয়া মাদ্রাসা ও লিল্লাহ বোডিং এর বাচ্চাদের মাঝে ইফতার, দোয়া ও স্থানীয় প্রতিব্ধী, দূরারোগ্য ব্যাধীতে আক্রান্ত মানুষের মাঝে পান্জাবী টাকা বিতরণ করা হয়েছে।
বিতরণ করেন সাফল্য পরিবারের প্রতিষ্ঠাতা সভাপতি জয়িতা নাসরিন নাজ। এসময় উপস্থিত ছিলেন কারী মোঃ ওমর ফারুক, মোঃ আবু মুছা, মোঃ সাব্বির হাসান, মোঃ নাঈমুল ইসলাম, মোঃ নূর আলম, মঞ্জু কাদের বাবু, জয়নাল আবেদীন ও সাফল্য সাহিত্য সংস্কৃতি পরিবার বাংলাদেশ এর সাধারণ সম্পাদক বিশিষ্ট সাংবাদিক আবু নাসের সিদ্দিক তুহিন প্রমুখ। উল্লেখ্য সাফল্য পরিবার রংপুর বিভাগের ৮ জেলায় অসহায় দরিদ্র মানুষের পাশে সবসময়ই কাজ করে আসছেন।