উপমহাদেশের অন্যতম আধ্যাত্বিক কেন্দ্র মাইজভাণ্ডার দরবার শরীফের অন্যতম আধ্যাত্মিক সাধক, শাহছুফি মাওলানা সৈয়দ গোলামুর রহমান আল-হাছানী আল মাইজভাণ্ডারী প্রকাশ বাবা ভাণ্ডারী (ক.)-এর ৮৮ তম বার্ষীক ওরশ শরীফ মহান ২২ চৈত্র শুক্রবার ফটিকছড়ি উপজেলার মাইজভাণ্ডার দরবার শরীফ মহাসমারোহে অনুষ্ঠিত হয়েছ।
ওরশ উপলক্ষে মাইজভাণ্ডার দরবার শরীফস্থ সকল মনজিল রওজা শরীফ গোসল,গিলাফ ছড়ানো,কোরআন খতম,খতমে গাউছিয়া,আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছে। ওরস উপলক্ষে সপ্তাহ ধরে দেশের বিভিন্ন প্রান্ত হতে আশেক ভক্তবৃন্দ বিভিন্ন যানবাহনযোগে দরবারে আসে। আশেক ভক্তের সমাগমে মুখরিত হয়ে উঠে মাইজভাণ্ডার দরবার শরীফ। ভাণ্ডারী গানের সুরে, ঢোলের তালে, ভক্তির সাথে,হাদিয়া নজরাসহ দরবারে প্রবেশ করে ভক্তরা।
সরেজমিনে দেখা যায় মাইজভাণ্ডারে এসে স্ব-স্ব মঞ্জিলে সাজ্জাদানশীনগণদের সাথে সাক্ষাত করছে ভক্তরা। ক্যাম্পে ক্যাম্পে ভক্তরা অবস্থান করে মাইজভাণ্ডারী গান করছেন,ঢোলের তালে,গানের সুরে অজদ করতে। পুরো এলাকা লোকে লোকারন্য হয়ে পড়ে। এছাড়া প্রধান দিবসের দিন স্ব স্ব মনজিলের সাজ্জাদানশীনগণ আখেরী মোনাজাত পরিচালনা করেন। এদিকে শাহসূফি সৈয়দ গোলামুর রহমান(ক.) প্রকাশ বাবা ভাণ্ডারীর ৮৮তম ওরশ শরীফ গাউসিয়া হক মনজিলে মহাসমারোহে অনুষ্ঠিত হয়েছে। দুইদিনব্যাপী এই পবিত্র ওরশ শরীফ নানা কর্মসূচির মাধ্যমে শেষ হয়েছে। বাদে ফজর বিশ্বঅলি শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী (কঃ) এর মাজার শরীফ এ গিলাফ শরীফ চড়ানো,ফুল-আতর ছিটানো ও মিলাদ কেয়াম মুনাজাত এর মধ্যে দিয়ে মহান ২২ চৈত্র ওরশ শরীফ এর আনুষ্ঠানিকতা শুরু হয়। পরবর্তীতে আওলাদে পাকগণ আশেক ভক্ত জায়েরীণদের নিয়ে গাউসুল আজম হযরত সৈয়দ আহামদ উল্লাহ মাইজভান্ডারী (কঃ), গাউসুল আজম বিল বেরাসত হযরত সৈয়দ গোলামুর রহমান মাইজভান্ডারী (কঃ) এবং অছিয়ে গাউসুল আজম হযরত সৈয়দ দেলাওর হোসাইন মাইজভান্ডারী (কঃ)-র রওজা শরীফে গিলাফ শরীফ চড়ানো ও জেয়ারতে অংশ নেন এবং মুনাজাত পরিচালনা করেন মাইজভাণ্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদ এর কর্মকর্তারা। পবিত্র আখেরী জুমার নামাজ শেষে শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী (কঃ) এর মাজার শরীফে মিলাদ ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাতে ছদরত করেন গাউসুল আযম হযরত সৈয়দ আহমদ উল্লাহ্ মাইজভাণ্ডারী (কঃ) এর প্র-পৌত্র বিশ্বঅলি শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারীর (কঃ) একমাত্র পুত্র মাইজভাণ্ডার শরিফ গাউসিয়া হক মনজিলের সাজ্জাদানশীন রাহবারে আলম শাহ্ সুফি সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী (মঃজিঃআঃ)।
এ সময় বিশ্বমানবতার মুক্তি এবং সমগ্র সৃষ্টির কল্যাণ কামনা করা হয়। গাউছিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদ সভাপতি রেজাউল আলী জসীম চৌধুরীসহ অন্যান্য কর্মকর্তাগণ বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করেন। সন্ধ্যায় সকল আশেক ভক্তদের জন্য উন্মুক্ত ইফতার ও তদারুকের ব্যবস্থা গ্রহণ করা হয়। বাবা ভাণ্ডারীর ওরশ উপলক্ষে দূরদূরান্ত থেকে আশেক ভক্তগণ মাইজভাণ্ডার শরীফে আগমন করেন। দুপুরে আগত আশেক ভক্ত জায়েরীণদের সাক্ষাৎ প্রদান করেন গাউসিয়া হক মনজিলের সাজ্জাদানশীন রাহবারে আলম শাহ্ সুফি সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী (মঃজিঃআঃ)। রাত ১০ টায় কেন্দ্রীয় মিলাদ কেয়াম, মুনাজাত ও তাবাররুকাত পরিবেশনের মধ্য দিয়ে পবিত্র ওরশ শরীফ এর আনুষ্ঠানিকতা শেষ হয়।