পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ফটিকছড়ি উপজেলা প্রেসক্লাবের উদ্যেগে এতিম,পত্রিকার হকার ও অসহায় গরিবদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। ৪ এপ্রিল মুক্তিযোদ্ধা জহুরুল হক হল রুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সাংসদ খাদিজাতুল আনোয়ার সনি। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোজাম্মেল হক চৌধুরী,ফটিকছড়ি পৌর মেয়র আলহাজ্ব মোহহাম্মদ ইছমাইল হোসেন,উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক নাজিমুদ্দিন মুহুরী।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,ফটিকছড়ি উপজেলা প্রেসক্লাবের সভাপতি আহমদ আলী চৌধুরী, সাধারন সম্পাদক সোলাইমান আকাশ,এস এম আক্কাছ, শহিদুল আলম,ইকবাল হোসেন মনজু,আবু মনসুর,এনামুল হক,মোহাম্মদ সেলিম,রফিকুল ইসলাম,সালাউদ্দিন জিকু,শওকত হোসেন করিম,মোহাম্মদ জিপন,নুরুল আবছার,ওবাইদুল আকবর রুবেল,সাইফুল ইসলাম,কামরুল হাসান সবুজ প্রমুখ। ঈদ উপহার বিতরণকালে বক্তাগণ বলেন,ঈদ আনন্দ ভাগাভাগি করতে এতিম অসহায় দরিদ্রদের পাশে দাড়ানো সকলের দায়িত্ব। ফটিকছড়ি উপজেলা প্রেসক্লাবের এ আয়োজন সত্যি প্রশংসনীয়।