চট্টগ্রামের ফটিকছড়িতে শেষ সময়ে জমে উঠেছে ঈদের বাজার,সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলছে কেনাকাটা। সরেজমিনে উপজেলার নাজিরহাট,বিবিরহাট,নানুপুর,আজাদীবাজার,কাজিরহাটসহ সহ বিভিন্ন হাটবাজারে দেখা যায়,শফিং মল,মার্কেট ও দোকানপার্ট নানান সাজে সজ্জিত।
ক্রেতাদের প্রচন্ড ভীড়,সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলছে কেনাকাটা। বিভিন্ন পসরা সাজিয়ে ক্রেতাদের আকৃষ্ট করছে ব্যবসায়ীরা। নাজিরহাটের এসএ সিটি সেন্টার, এমএম প্লাজা, সজীব প্লাজা, হোসাইন প্লাজা, মোতালেব প্লাজা, হারুন লেইন, মদিনা মার্কেট, মাদ্রাসা মার্কেট, জামেয়া মার্কেট। বিবিরহাটের নজরুল শপিং সেন্টার, ফটিক প্লাজা,সিটি ম্যাক্স, হক মার্কেট, মদিনা মার্কেট, রুবেল মার্কেট, এ আজিজ শফিং সেন্টার। নানুপুর বাজারের মির্জা মার্কেট, সেন্ট্রাল প্লাজা, আবু সোবহান উচ্চ বিদ্যালয় মার্কেট, গুড়া মিয়া মার্কেট, গাউছিয়া মার্কেট। আজাদী বাজারের মাদ্রাসা র্মাকেট, মসজিদ মার্কেট, দবীর মার্কেট, নজির মার্কেটসহ বিভিন্ন বাজারের আরো বিভিন্ন মার্কেট, বিপণী বিতান, দোকান ও নতুন ফ্যাশনে গড়ে উঠা ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে অধিকতর ভিড় লক্ষ্য করা যাচ্ছে। ঈদ উপলক্ষে বাজারের কাপড়ের দোকান, জুতোর দোকান, জুয়েলারী, জুয়েলার্স, মুদির দোকান, খাবারের দোকানসহ বিভিন্ন ব্যবসা ঈদের বাজারে চাঙ্গা হয়ে উঠেছে। বিভিন্ন কাপড়ের দোকানে তরুন তরুণীরা নতুন ফ্যাশনের পোষাক ক্রয় করছে। ব্যবসায়ীগণ জানান রমাজানের আগে থেকে মানুষ ঈদের কেনাকাটা করছে। তবে শেষ সময়ে ব্যবসা ভাল হচ্ছে বলেও তারা জানান।
পোষাক কিনতে আসা সোহেল বলেন,বাজারে প্রচন্ড ভীড়। তারপরও বিভিন্ন মার্কেটে ঘুরেফিরে পছন্দের কেনাকাটা করলাম। পরিবার নিয়ে কেনাকাটা করতে আসা মুহাম্মদ মোজাহার বলেন,পরিবারের সবার জন্য কেনাকাটা প্রায় সেরে ফেলেছি। জুয়েলারি আইটেম বাকি আছে এগুলোও নিয়ে ফেলব। এফ এন এফ জেন্টস কালেকশনের স্বত্তাধিকারী নুরু বলেন, নতুন ফ্যাশনের পোষাকই খুঁজছে তরুনরা। আমরাও কালেকশন করে রেখেছি নতুন ফ্যাশনের পোষাক। সুলভ বস্ত্র বিতরণের স্বত্বাধিকাররী আকরাম ও রুপালি ফ্যাশনের স্বত্বাধিকারী পাঁচ কড়ি নাথ বলেন, তরুণ তরুণদের চাহিদার দেশ-বিদেশের নতুন ফ্যাশনের পোষাক সংগ্রহ করেছি। ভাল বিকিকিনি হচ্ছে।