সন্দ্বীপ পৌরসভার শহর উন্নয়ন কমিটি TLCC এর ত্রৈ-মাসিক সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ সরকার, ADB ও AFD সহায়তায় বাস্তবায়নাধীন নগর পরিচালনা ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প IUGIP সন্দ্বীপ পৌরসভার একটি বৃহৎ প্রকল্প। উক্ত সভায় সভাপতিত্ব করেন সন্দ্বীপ পৌরসভার মেয়র মোক্তাদের মাওলা সেলিম। সভায় এজেন্ডা ভিত্তিক আলোচনায় অংশগ্রহন করেন- প্যানেল মেয়র সফিকুল মাওলা ও আবু তাহের,পৌর-প্রকৌশলী রবিউল ইসলাম এবং বিভিন্ন ওয়ার্ড কাউন্সিলর ও কমিটির সদস্য বৃন্দ। সভা সঞ্চালনা করেন পৌরসভার পরিদর্শক বেলায়েত হোসেন।
সভায় রাজস্ব আদায় ও বকেয়া সংক্রান্ত আলোচনা, নাগরিক সনদ সম্পর্কে তথ্য হালনাগাদ করন,পৌরসভার মাটির রাস্তা ও ড্রেন নির্মান করন,পৌরসভার মাষ্টার প্ল্যান সম্পর্কে মতামত প্রদান,ডেঙ্গু মশার উপদ্রপ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি ও প্রতিকার, বর্জ্য ব্যবস্থাপনা,ড্রেন রক্ষণাবেক্ষণ ও পরিস্কার,সড়ক বাতির কার্যকর ব্যবস্থা,স্যানিটেশন কার্যক্রম ব্যপস্থাপনা সংক্রান্ত,সার্বজনীন পেনশন স্কীম সম্পর্কে আলোচনা,GRC কমিটি বা অভিযোগ সংক্রান্ত,GESIFE,PRAP,LINIK ইত্যাদি সম্পর্কে বিস্তারিত আরোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।
এছাড়াও সভায় সর্বজনীন পেনশন স্কিম বিষয়ে জনগনকে অনুপ্রাণিত করার উপর জোড় দেওয়া হয়।পেনশন স্কীমের সুবিধা বিষয়ে বলা হয় ১৮ থেকে ৫০ বৎসর বয়সী একজন সুবিধাভোগী ৬০ বৎসর বয়স পর্যন্ত এবং ৫০ বৎসরের ঊর্ধ্ব বয়স্ক একজন সুবিধাভোগী ন্যূনতম ১০ বছর চাঁদা প্রদান সাপেক্ষে আজীবন পেনশন সুবিধা ভোগ করবেন। বিদেশে কর্মরত বা অবস্থানকারী যে কোন বাংলাদেশী কর্মীগণও এই স্কিমে অংশগ্রহণ করতে পারবেন।তাই আর্থিক নিরাপত্তার স্বার্থে সকলকে পেনশন স্কীমের আওতায় আনতে হবে।