বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪
spot_img

শপথ নিলেন নানুপুর ও খিরাম ইউপি চেয়ারম্যান-মেম্বারগণ

ফটিকছড়ি প্রতিনিধি

ফটিকছড়ির নানুপুর ও খিরাম ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানগণ শপথ নিয়েছেন। বুধবার (৩ এপ্রিল) চট্টগ্রাম জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে তাঁদের শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক (ডিসি) আবুল বাশার মোহাম্মদ ফকরুজ্জামান। শেষে তাঁদের ফুল দিয়ে বরণ করেন তিনি। জেলা প্রশাসক চেয়ারম্যানদের উদ্দেশে বলেন, জনগণের প্রত্যক্ষ ভোটে আপনারা নির্বাচিত। শপথ বাক্যের প্রতিটি কথা আপনাদের মেনে চলতে হবে। আপনাদের বিচারিক ক্ষমতাও দেওয়া আছে। গ্রাম আদালতের বিচারগুলো যেন সঠিকভাবে নিষ্পত্তি করা হয়, সেদিকে খেয়াল রাখবেন।

ওয়ারিশ সনদ ও নগরিক সনদ দেওয়ার ক্ষেত্রে অবশ্যই সতর্কতার সঙ্গে কাজ করবেন। ইউনিয়ন জনগণের আশা ও ভরসার স্থল। আপনারা সবার, কে আপনাকে ভোট দিল বা না দিল, তা দেখবেন না। আপনাদের মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে। এসময় অন্যান্যদের মধ্যে ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোজাম্মেল হক চৌধুরী উপস্থিত ছিলেন। এদিকে, বিকেলে উক্ত দুই ইউনিয়নের ১৮ জন সাধারণ ও ৬ জন সংরক্ষিত নারী সদস্যদের শপথ গ্রহণ সম্পন্ন হয়। তাঁদের শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোজাম্মেল হক চৌধুরী।

এসময় ইউএনও তাদের জনগনের অর্পিত দায়িত্ব সুচারুভাবে পালন করার জন্য সবার প্রতি আহবান জানান। জানা যায়, মামলার জটিলতার কারণে দীর্ঘ ১৮ বছর পর ২০১৯ সালের ২৮ ফেব্রুয়ারি নানুপুর ইউপির নির্বাচন অনুষ্ঠিত হয়। তবে নির্বাচিত চেয়ারম্যান সৈয়দ ওসমান গনি ২০২০ সালের ২৩ মে মারা যান। পরে ২০২০ সালের ২০ অক্টোবর আবার উপনির্বাচন অনুষ্ঠিত হয়। সে সময় চেয়ারম্যান নির্বাচিত হন মো. শফিউল আজম। পরবর্তীতে নানুপুর ইউনিয়নকে ভাগ করে নতুন খিরাম ইউনিয়ন গঠন করা হয়। ২০১৯ সালের ২৮ ফেব্রুয়ারি এই ইউপির প্রথম এবং ধারাবাহিকভাবে গত ৯ মার্চ দুই ইউনিয়নে দ্বিতীয়বার নির্বাচন হয়। সেখানে নানুপুরে মো. নুরুন্নবী রোশন এবং খিরামে মো. সোহরাব হোসেন সৌরভ চেয়ারম্যান হন।

এই বিভাগের সব খবর

চট্টগ্রাম রেলওয়ের ৩০ কোটি টাকার ভূমি উদ্ধার

চট্টগ্রাম রেল স্টেশনের কাছে নিউমার্কেট এলাকায় অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিয়ে রেলওয়ের প্রায়  ত্রিশ কোটি টাকা মূল্যের ৪০ শতক ভূমি উদ্ধার করা হয়েছে। অভিযানে ১২টি...

জ্বালানি খাতকে টেকসই ও গুণগত মানসম্পন্ন করতে কাজ করছে সরকার : পরিবেশ উপদেষ্টা

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, জ্বালানি খাতকে টেকসই এবং ব্যয় সাশ্রয়ী ও গুণগত মানসম্পন্ন  করতে...

অলরাউন্ডারদের র‌্যাংকিংয়ে দ্বিতীয় স্থানে মিরাজ

আইসিসি টেস্ট অলরাউন্ডারদের র‌্যাংকিংয়ে দ্বিতীয় স্থানে উঠলেন বাংলাদেশের মেহেদি হাসান মিরাজ। চলতি সপ্তাহে শেষ হওয়া অস্ট্রেলিয়ার বিপক্ষে এডিলেড টেস্টে ব্যাট-বল হাতে ভালো করতে পারেননি ভারতের...

সর্বশেষ

চট্টগ্রাম রেলওয়ের ৩০ কোটি টাকার ভূমি উদ্ধার

চট্টগ্রাম রেল স্টেশনের কাছে নিউমার্কেট এলাকায় অবৈধ স্থাপনা গুঁড়িয়ে...

জ্বালানি খাতকে টেকসই ও গুণগত মানসম্পন্ন করতে কাজ করছে সরকার : পরিবেশ উপদেষ্টা

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের...

অলরাউন্ডারদের র‌্যাংকিংয়ে দ্বিতীয় স্থানে মিরাজ

আইসিসি টেস্ট অলরাউন্ডারদের র‌্যাংকিংয়ে দ্বিতীয় স্থানে উঠলেন বাংলাদেশের মেহেদি...

তাপস-মুন্নীর গানবাংলা টেলিভিশনের সম্প্রচার বন্ধ

দেড় কোটি টাকার বেশি স্যাটেলাইট ফি বকেয়া থাকার কারণে...

আইনি সুযোগ না থাকায় চিন্ময়ের পক্ষে ঢাকার আইনজীবীর ৩ আবেদনই নাকচ

আইনি সুযোগ না থাকায় রাষ্ট্রদ্রোহ মামলায় কারান্তরীণ চিন্ময় কৃষ্ণ...

আনোয়ারায় রোহিঙ্গা নারীর ভোটার হওয়ার চেষ্টা, আটক ৩

আনোয়ারায় ভুয়া তথ্যে জাতীয় পরিচয়পত্র (এনআইডি কার্ড) করতে গিয়ে...