১২৭ বছরের পুরোনো ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান রাউজান আর আর এ সি ইনিস্টিটিউশন প্রাক্তন ছাত্র ছাত্রীদের সংগঠন রাউজান আর আর এ সি ইনিস্টিটিউশন প্রাক্তন ছাত্র ছাত্রী পরিষদের মৃত্যুবরণকারী আজীবন সদস্যদের স্মরণ সভা ও ইফতার মাহফিল জিইসি মোড়স্থ একটি রেষ্টুরেন্টে পরিষদের সভাপতি আবু বকর সিদ্দিকীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আ স ম ইয়াছিন মাহমুদ’র সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
ইফতার মাহফিল রমজানের ফজিলত সম্পর্কে প্রধান আলোচক ছিলেন ড. আ্যডভোকেট শফিকুল ইসলাম। সম্প্রতি মৃত্যুবরণকারী পরিষদের আজীবন সদস্যদের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন আবদুস সালাম এফসিএ, ড. সুলতান আহমদ, আবু মোহাম্মদ খালেদ, ইকরামুল হক, আবদুর হাই, বেদারুল ইসলাম,ইযাকুব চৌধুরী হেলাল, সিরাজুল মোস্তফা রুমি, বীর মুক্তিযোদ্ধা এমদাদুল ইসলাম, দৌলত আহমদ, মোহাম্মদ আসিফ, মোহাম্মদ নওশাদ চৌধুরী, শাহাদাত হোসেন, শহীদুল ইসলাম, মোহাম্মদ রাসেদ, তাইফুল ইসলাম ও আবু সোলাইমান খান মনসুরের পূত্র শওকত হোসেন ইমন।
সভায় সম্প্রতি মৃত্যুবরণকারী আজীবন সদস্য অধ্যাপক লোকমান হাকিম, আবু সোলায়মান মনসুর, সরওয়ার আলম, হেফাজতর রহমান, দিদারুল আলম, গোলাম রসুল বাবুল, মোহাম্মদ আবুল কালাম, ফখরুল ইসলাম চৌধুরী ও রিপন পালিতের পরিবারের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান আলোচক ড. শফিক বলেন রমজান মাস আল্লাহ’কে সন্তুষ্ট করার মাস। এ মাস রহমতের মাস গুনাহ সমুহ মাফ চাওয়ার মাস। মহান আল্লাহর ইবাদতে নিজেকে সপে দেয়ার সময়। তার মোনাজাতের মাধ্যমে সকল মুসলিম উম্মাহর শান্তি কামনা করা হয়।