সন্দ্বীপে ২৩ বোতল বিদেশি মদসহ আটক হয়েছে তাহের (৩৮) নামে ১ যুবক। মূল আসামী মোঃ ফয়সাল পলাতক বলে উল্লেখ করা হয়েছে মামলার এজাহারে। চট্টগ্রামের দ্বীপ উপজেলা সন্দ্বীপ হারামিয়া ৮ নং ওয়ার্ড এর এনাম নাহার মোড়ের পূর্বে বসতবাড়ি থেকে ২৩ বোতল বিদেশি মদসহ আবু তাহের (৩৮) নামে একজন যুবককে আটক করেছে সন্দ্বীপ থানা পুলিশের এসআই রমজান ও তার সঙ্গীয় ফোর্স।আটক কৃত যুবকের পিতার নাম রুহুল আমিন মাতা ফজিলা খাতুন। ঘটনার বিবরনে জানা যায় ২ এপ্রিল মঙ্গলবার রাত আনুমানিক ১২.৫০ টার দিকে গোপন সুত্রের ভিত্তিতে এনাম নাহার এলাকায় অভিযান পরিচালনা করে ১ জন কে মদ সহ আটক করা হয় হাতে নাতে।সন্দ্বীপ থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন ২৩ বোতল ভারতীয় মদ সহ ১ জন কে আটক করা হয়েছে। আটককৃত ব্যক্তিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জনসম্মুখে ফয়সাল নামের একজনের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে সে ।
এই বিষয়ে ২ জন কে আসামি করে থানায় মামলা দায়ের হয়েছে।তবে ফয়সাল কে? সংবাদ কর্মীদের এমন প্রশ্নের উত্তরে তদন্তে জানা যাবে বলে জানান তিনি। কিন্তু মামলার এজাহারে বর্নিত মোঃ ফয়সালের পিতার নাম সেলিম এবং ঠিকানা সেলিমের নতুন বাড়ি হারামিয়া ৮ নং ওয়ার্ড উল্লেখ থাকায় স্থানীয়দের ধারনা এটা ছাত্রলীগ নেতা মারুফ হাসান ফয়সাল।
স্থানীয় সূত্রে জানা যায় আটককৃত ব্যক্তি একজন অটোরিকশা চালক, আটককৃত ব্যক্তিকে পুলিশ প্রাথমিক জিজ্ঞাসাবাদ কালে জনসম্মুখে সে বলেছে এই মদের বোতল গুলো সন্দ্বীপ উপজেলা ছাত্রলীগ নেতা ও চট্টগ্রাম উত্তর জেলা ছাত্র লীগের সহ সভাপতি মাহরুফ হাসান ফয়সালের। পুলিশের সুত্র জানায় গোপন তথ্যে খবর আসে এনাম নাহারের পাশে এক বসত বাড়িতে বিদেশি মদ মজুত করা আছে। এই খবরে মধ্য রাতে পুলিশ অভিযান পরিচালনা করে। অন্যদিকে অপর আসামি কে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানান অফিসার ইনচার্জ কবির হোসেন।এছাড়াও মাদক বিরোধী অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি।