চট্টগ্রামের রাউজানে সিএনজি চালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী হাফেজ মুহাম্মদ ছৈদুল হক (৩২) নামের এক ইমাম ঘটনাস্থলে নিহত হয়েছে। অপর মোটরসাইকেল আরোহী হাফেজ মুহাম্মদ আলী হোসাইন(৩২) মুমূর্ষু অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
২ এপ্রিল ( মঙ্গলবার) বেলা ৩ টায় রাউজান পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের হাফেজ বজলুর রহমান সড়কের হাজী পাড়া এলাকায় এই মর্মান্তিক সড়ক দূর্ঘটনাটি ঘটে। নিহত ইমামের নাম হাফেজ ছৈয়দুল আলম (৩৫)। তিনি বাঁশখালি উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের দক্ষিণ পুঁইছড়ি গ্রামের মাওলা পাড়ার নওশা মিয়ার ছেলে ও রাউজান পৌরসভার ৯নম্বর ওয়ার্ডের আইলীখীল বায়তুন নূর জামে মসজিদের পেশ ইমাম ছিলেন।গুরুতর আহত অপর মোটরসাইকেল আরোহী হাফেজ মাওলানা আলী হোসেন (৪২) বাঁশখালী উপজেলার চাম্বল ইউনিয়নের শেখের খীল গ্রামের মৃত বজল আহমেদের ছেলে ও আইলীখীল দাওয়াত খোলা বার আউলিয়া আস্তানা শরীফ জামে মসজিদের পেশ ইমাম ছিলেন। এই ঘটনায় অটোরিকশার চালক ও কয়েকজন যাত্রী আহত হয়। তবে, প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেলেও তাদের পরিচয় পাওয়া যায় নি।
প্রত্যক্ষদর্শী মো. সাজ্জাদ হোসেন বলেন, আমি ঘটনাস্থলের ১০ ফুট দূরত্বে ছিলাম। দ্রুতগতিতে থাকা মোটরসাইকেলটি ওভারটেক করতে গিয়ে পাহাড়তলী হতে আসা দ্রুত গতির অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষে অটোরিকশাটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। রাস্তার উপর মোটরসাইকেলের দুই আরোহী রক্তাক্ত অবস্থায় পড়ে থাকে। এদের একজন একটু নড়ে উঠলে থাকে হাসপাতালে প্রেরণ করি। রাউজান উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক ফাতেমা আক্তার বলেন, দূর্ঘটনায় আহত একজনকে নিয়ে আসা হয়েছে। তার মুখের একপাশে থেঁতলে গেছে। অবস্থা খুবই আশঙ্কাজনক। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছি।
আইলীখীল দাওয়াত খোলা বার আউলিয়া আস্তানা শরীফ জামে মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মো ইউনুচ মিয়া বলেন, ‘গত সোমবার রাতে তারাবির নামাজ শেষে মোটরসাইকেল যোগে দুই ইমাম বাঁশখালীস্থ তাদের বাড়িতে ইফতার সামগ্রী নিয়ে যান। সেখান থেকে পুনরায় মসজিদে ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনায় মসজিদের এক ইমাম মারা গেছেন। রাউজান থানার উপপরিদর্শক জয়নাল আবেদিন বলেন, সড়ক দুর্ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে যায়। একজনকে মৃত অবস্থায় পেয়েছি, আরেকজনকে হাসপাতালে পাঠানো হয়। মোটরসাইকেল (চট্ট মেট্রো হ ১৪-৪১৪৪) ও সিএনজি চালিত অটোরিকশা (চট্টগ্রাম থ ১৪-৬৭৭৩) দুটি জব্দ করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।