চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানাধীন হামিদচর এলাকার কর্ণফুলী রিভারভিউ রেস্টুরেন্টে তুচ্ছ ঘটনায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে রিয়াদ নামে রেস্টুরেন্ট কর্মচারী খুনের ঘটনায় মোঃ সাইফুল (৩৮) নামে এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে র্যাব-৭।
সোমবার (২৫ মার্চ) র্যাব সূত্রে নিশ্চিত করা হয়, চান্দগাঁও স্বাধীনতা টাওয়ার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব সূত্রে আরও জানা যায়, গোপন সূত্রে জানা যায়, চান্দগাঁওয়ে হত্যা ঘটনায় মামালার পলাতক আসামি মূল মদদদাতা এবং হামিরচর এলাকার গডফাদার মোঃ সাইফুল চট্টগ্রাম মহানগরীর চাঁন্দগাও থানাধীন স্বাধীনতা টাওয়ার এলাকায় অবস্থান করছে, এমন গোপন সংবাদে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।
পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামিকে জিজ্ঞাসাবাদে সে বর্ণিত নৃশংস হত্যা মামলার পলাতক আসামি মর্মে স্বীকার করে। মামলা দায়ের হওয়ার পর আসামিরা আইন-শৃঙ্খলা বাহিনীর নিকট হতে গ্রেফতার এড়াতে এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যায়।
র্যাব-৭ জানায়, গ্রেফতারকৃত আসামি সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে চট্টগ্রাম মহানগরীর চাঁন্দগাও থানায় হস্তান্তর করা হয়েছে।
মুলত: গত ১৩ মার্চ মধ্যরাতে রেস্টুরেন্টের মালিক মোহাম্মদ ইকবালের সঙ্গে বাবুল মিয়া নামক স্থানীয় এক যুবকের কথা কাটাকাটি হয়। উক্ত ঘটনার জের ধরে বাবুলের অনুসারীরা ধৃত আসামি সাইফুলের নেতৃত্বে দেশীয় অস্ত্র-সস্ত্রে সজ্জিত হয়ে ইকবালের রেস্টুরেন্টে হামলা চালায়।
এ সময় রেস্টুরেন্টের কর্মচারীরা বাধা দিলে তাদের বেধরক মারধর করে। হামলাকারীদের আঘাতে রেস্টুরেন্টে কর্মরত আনুমানিক ৮ জন কর্মচারী গুরুতর আহত হয়। পরবর্তীতে সংবাদ পেয়ে চান্দগাঁও থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ এবং ঘটনার সাথে জড়িত ২ জন আসামিকে আটক করতে সক্ষম হয়।
পরের দিন আহতদের মধ্যে মোহাম্মদ রিয়াদ (২৬) নামের রেস্টুরেন্ট কর্মচারী চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। নিহত রিয়াদ রিভারভিউ রেস্টুরেন্টের ব্যবস্থাপক পদে র্কমরত ছিল। উক্ত ঘটনায় নগরীর চান্দগাঁও থানায় একটি হত্যা মামলা দায়ের করেন রেস্টুরেন্ট মালিক মোহাম্মদ ইকবাল।