সন্দ্বীপে মরহুম মাষ্টার হাজী সামছল হক ফাউন্ডেশন কর্তৃক পবিত্র মাহে রমজান উপলক্ষে ২৫০ পরিবারের মাঝে ইফতার সামগ্রী প্রদান করেছে। এছাড়াও ইফতার সামগ্রী বিতরনের পুর্বে কোরান তিলোয়াত ও দোয়া মাহফিল এবং সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৩ মার্চ বিকালে অষ্টম বারের মতো মুছাপুর ইউনিয়ন ৫ নং ওয়ার্ডের ভুলাই বাড়িতে অনুষ্ঠিত ইফতার সামগ্রী বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুছাপুর ইউপি চেয়ারম্যান আবুল খায়ের নাদিম। সভায় সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান ও মরহুমের পুত্র লন্ডন প্রবাসী এবং মুছাপুর ৫ নং ওয়ার্ড প্রবাসী কল্যাণ সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ নিজাম উদ্দিন।অনুষ্ঠানের সার্বিক তত্বাবধান ও পৃষ্ঠপোষকতা করেছেন ফাউন্ডেশনের কো-চেয়ারম্যান ইউএসএ প্রবাসী মরহুমের পুত্র মো: রিদোয়ানুল বারী ও ইউএসএ প্রবাসী শাহেদ ইকবাল। ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রফেসর মিলাদ কায়সার, ইউপি মেম্বার মোঃ সেলিম উদ্দিন, মাষ্টার নিজাম উদ্দীন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের উপদেষ্টা মোঃ এনায়েত হোসেন,আহসান জামিল ট্যাকনিক্যাল সেন্টারের অধ্যক্ষ কামরুল হাসান,মাষ্টার মাহবুবুর রহমান,বিশিষ্ট ব্যাংকার ফাহাদুল আবেদিন, প্রকৌশলী দেলোয়ার হোসেন রিয়াদ সহ এলাকার অনেক গন্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন মাষ্টার শামসুল হক ফাউন্ডেশন ও ফাউন্ডেশনের চেয়ারম্যান লন্ডন প্রবাসী মোঃ নিজাম উদ্দিন এবং ফাউন্ডেশনের চেয়ারম্যান ইউএসএ প্রবাসী মো: রিদোয়ানুল বারীর পক্ষ থেকে বিগত অনেক বছর ধরে অনেক গুলো মসজিদ মাদ্রাসায় নির্মান সামগ্রী প্রদান,আর্থিক সহযোগিতা ছাড়াও বিভিন্ন দরিদ্র, অসহায় ও অসুস্থ রোগীদের সহায়তা প্রদান করা হচ্ছে।
এছাড়াও বিভিন্ন সংগঠনের মাধ্যমে অত্র এলাকার উন্নয়নে তারা নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। আমরা এ ফাউন্ডেশনের উত্তরোত্তর সাফল্য কামনা সহ মরহুমের পরিবারের প্রতিটি সদস্যের জন্য দোয়া প্রার্থনা করছি মহান আল্লাহর দরবারে। ওনাদের দানের হাত আরো প্রসারিত হউক। তারা আরো বলেন মাষ্টার সামছল হক ছিলেন একজন পরোপকারী ও বিনয়ী মানুষ। তাই তার যোগ্য উত্তরসূরী প্রিয় সন্তানেরাও তার স্বভাবজাত মানব সেবায় নিয়োজিত রাখছেন।ওনার যোগ্য সন্তানদের এলাকার দরিদ্র মানুষের প্রতি দাযিত্ববোধ আমাদের বিমোহিত করে।