বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে ১৭ মার্চ রবিবার সকাল ১১টায় চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশনের উদ্যোগে ফাউন্ডেশন কার্যালয় ও.আর. নিজাম রোড (গোলপাহাড় মোড়), পাঁচলাইশ, চট্টগ্রামে ফ্রি চিকিৎসা সেবা প্রদান করা হয়।
চিকিৎসা সেবা প্রদান ও ফ্রি ওষুধ বিতরণকালে উপস্থিত ছিলেন, সংগঠনের মহাসচিব অধ্যাপক ডা: প্রবীর কুমার দাশ, সংগঠনের অপারেশনাল কমিটির আহ্বায়ক পুষ্টিবিদ হাসিনা আক্তার লিপি, মেডিকেল অফিসার ডা: তন্ময় শীল ও ডা: ফারজানা ইয়াছমিন।
এখানে দিনব্যাপী গরীব ও অসচ্ছল হৃদরোগীদের ফ্রি চিকিৎসা সেবা, ওষুধ বিতরণ, পরীক্ষা নিরীক্ষা ও অস্বচ্ছল হৃদরোগীদের মাঝে যাকাত ফান্ডের অনুদান প্রদান করা হয়।