চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা প্রেসক্লাবের কার্যকরী কমিটি গঠিত হয়েছে। এতে মাসিক ফটিকছড়ি সংবাদের সম্পাদক আহমদ আলী চৌধুরী সভাপতি ও দৈনিক সময়ের কাগজ পত্রিকার প্রতিনিধি মো. সোলাইমান আকাশ সাধারণ সম্পাদক নির্বাচিত হয় ।
মঙ্গলবার (১৯ মার্চ )উপজেলা সদরে জেলা পরিষদ ডাক বাংলোতে সংগঠনের জরুরি সভা ও ইফতার আয়োজন করা হয়। ইফতার পরবর্তী সভায় সদস্যদের প্রত্যক্ষ ভোটে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন ফটিকছড়ির সিনিয়র সাংবাদিক শহিদুল আলম । কার্যকরী কমিটির সদস্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি এস এম আক্কাছ (একুশে পত্রিকা), যুগ্ম সম্পাদক আবু মনসুর (দৈনিক মানবজমিন), সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ এনামুল হক (দৈনিক কর্ণফুলী, দৈনিক আমাদের অর্থনীতি), অর্থ সম্পাদক আলমগীর নিশান (এশিয়ান টিভি), দপ্তর ও গ্রন্থকার সম্পাদক ওবায়দুল আকবর রুবেল (দৈনিক প্রতিদিনের বাংলাদেশ), প্রচার ও প্রকাশনা সম্পাদক সালাহউদ্দিন জিকু (দৈনিক সাঙ্গু ), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. সেলিম (বিজয় টিভি), সমাজসেবা ও অ্যাপায়ন সম্পাদক রফিকুল ইসলাম (সাপ্তাহিক স্লোগান)। এ ছাড়া কার্য়করী কমিটির নির্বাহী সদস্য হলেন- ইকবাল হোসেন মঞ্জু (দৈনিক সমকাল), শওকত হোসেন করিম (প্রিয় চট্টগ্রাম), সাইফুল ইসলাম (দৈনিক আলোকিত সকাল,সাম্পান নিউজ), সিরাত মঞ্জুর (বার্তা২৪), কামরুল ইসলাম সবুজ (দৈনিক চট্টগ্রাম পাতা) প্রমুখ। এসময় নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, ফটিকছড়ি সাংবাদিকদের আধিকার আদায়ে অগ্রণী ভূমিকা পালন করবে এ সংগঠন।