গাজী জয়নাল আবেদীন, রাউজান প্রতিনিধি
চট্টগ্রামের রাউজান উপজেলার সদর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য ফরিদ আহম্মদ (৭৫) ইন্তেকাল করেছেন। (ইন্না….রাজিউন)। গতকাল শনিবার (১৬মার্চ) সকাল সাড়ে নয়টায় নগরীর পার্ক ভিউ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। তিনি বেশ কিছুদিন যাবৎ বয়স্ক জনিত রোগে ভোগছিলেন। তিনি রাউজান সদর ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের মনহর আলী চৌধুরী বাড়ির মৃত আবদুল নবী সওদাগরের প্রথম পুত্র এবং তিনি দৈনিক সংবাদের রাউজান প্রতিনিধি আনিসুর রহমানের জেঠা।
মৃত্যুকালে স্ত্রীসহ ৪মেয়ে, ২ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে যান। একইদিন রাত সাড়ে ১০টায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। তার মৃত্যুতে বিভিন্ন সামাজিক, ধর্মীয় সংগঠনের পক্ষ হতে শোক জ্ঞাপন করেন।