অবশেষে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে নানুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যন নির্বাচিত হয়েছেন,মোহাম্মদ নুরুন্নবী রোশন ও খিরাম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যন নির্বাচিত হয়েছেন মো: সোহরাব হোসেন। ৯ মার্চ অনুষ্ঠিত নির্বাচনে বেসরকারী ফলাফলে তাঁরা নির্বাচিত হয়েছেন।
নানুপুর ইউনিয়ন পরিষদের বিজয়ী চেয়ারম্যন মোহাম্মদ নুরুন্নবী রোশনের আনারস প্রতীকে প্রাপ্ত ৭ হাজার ১ শত ৩৫ ভোট। তাঁর নিকটম প্রতিদ্বন্ধী মোহাম্মদ শফিউল আজম মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ৪ হাজার ৬ শত ৭২ ভোট। খিরাম ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যন মো: সোহরাব হোসেনের আনারস প্রতীকে প্রাপ্ত ভোট ২ হাজার ৫ শত ৯৬। তার নিকটতম প্রতিদ্বন্ধী মোহাম্মদ শহিদুল আলম অটোরিকশা প্রতীকে ১ হাজার ৭ শত ৯৬ ভোট পেয়েছেন। নানুপুর ইউনিয়ন পরিষদের বিজয়ী চেয়ারম্যন মোহাম্মদ নুরুন্নবী রোশন বলেন,এ বিজয় জনগনের। আমি সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি সকলেকে সাথে নিয়ে নানুপুর ইউনিয়নের উন্নয়নে কাজ করব। খিরাম ইউনিয়ন পরিষদ নির্বাচিত চেয়ারম্যন মো: সোহরাব হোসেন বলেন,আবারো আমার উপর আস্থা রাখায় আমার এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।
উল্লেখ্য,নানুপুর ইউনিয়ন পরিষদের বিজয়ী চেয়ারম্যন মোহাম্মদ নুরুন্নবী রোশন প্রথম বারের মত এবং খিরাম ইউনিয়ন পরিষদ নির্বাচিত চেয়ারম্যন মো: সোহরাব হোসেন পরপর দ্বিতীয়বারের মতো চেয়ারম্যন নির্বাচিত হয়েছেন। ৯ মার্চ অনুষ্ঠিত নির্বাচনর সকাল ৮ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলে ভোট গহণ। বিচ্ছিন্ন কয়েকটি ঘটনা ছাড়া কোন ধরনের অপ্রিতিকর ঘটনা ঘটেনি। প্রতিটি ভোট কেন্দ্রে ভোটারদের উপস্থিতি ছিল লক্ষণীয়। উৎসবমুখর পরিবেশে শান্তপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। বিভিন্ন কেন্দ্রে ছিল ভোটারদের সরব উপস্থিতি। বিশেষ করে মহিলা ভোটারদের উপস্থিতি ছিল লক্ষণীয়। ভোট দিতে আসা তরুন ভোটার আদিল বলেন,পছন্দের প্রার্থীদের ভোট দিতে পারা অন্যরকম অনুভূতি। ভোটার আরিফুল ইসলাম বলেন,ভোট কেন্দ্রে যথেষ্ট ভোটার এসেছেন। ফলে দীর্ঘলাইন ধরে ভোট দিয়েছি। পছন্দের প্রার্থীদের ভোট দিয়েছি এটাই আনন্দ। দুই ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্ধীতা করেছেন ৭৭ প্রার্থী। নানুপুরে ইউনিয়নে চেয়ারম্যন প্রার্থী বর্তমান চেয়ারম্যান মোহাম্মদ শফিউল আজম মোটরসাইকেল প্রতীক, মোহাম্মদ নুরুন্নবী রোশন আনারস প্রতীক, মো: রেজাউল ইসলাম রুবেল টেলিফোন প্রতীক এবং সৈয়দ বদরুদ্দোজা অটোরিকশয়া প্রতীক নিয়ে নির্বাচনে লড়েছেন। এছাড়া সাধারণ পদে ৩১, সংরক্ষিত পদে ৮ জনসহ মোট ৪৩ জন প্রতিদ্বন্ধীতা করেছেন। অন্যদিকে, খিরাম ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী বর্তমান চেয়ারম্যান মো: সোহরাব হোসেন আনারস প্রতীক, মোহাম্মদ শহিদুল আলম অটোরিকশা প্রতীক এবং মোহাম্মদ হাসান ঘোড়া প্রতীক নিয়ে নির্বাচনে লড়ছেন। সাধারণ সদস্য পদে ২৩, সংরক্ষিত সদস্য পদে ৮ জনসহ মোট ৩৪ জন প্রার্থী লড়ছেন। নানুপুরে মোট ভোটার ২২ হাজার ৫শত ১৪জন ভোটার ভোট প্রয়োগ করেন। এতে পুরুষ ভোটার ১১হাজার ৬শত ৬৫জন, মহিলা ভোটার ১০হাজার ৮শত ৪৯জন। এছাড়া খিরাম ইউনিয়নে ৮হাজার ৯শত ৫৫ জন ভোটার ভোট প্রয়োগ করবেন। এতে পুরুষ ভোটার ৪হাজার ৭শত ১জন, মহিলা ভোটার ৪হাজার ২শত ৫৪জন। নানুপুরে ৯টি ভোট কেন্দ্রের ১৭টি অস্থায়ীসহ ৫৭টি বুথে এবং খিরামে ইউনিয়নে ৯টি ভোট কেন্দ্রের ৫টি অস্থায়ীসহ ২৪টি বুথে সকাল ৮টা থেকে বেলা ৪টা পর্যন্ত ব্যালট পেপারের মাধ্যমে ভোট গ্রহণ করা হয়। ৮ জন ম্যাজিস্ট্রেট ও ২ জন জুড়িশিয়াল ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ১ প্লাটুন বিজিবি, ১ প্লাটুন র্যাব, প্রতি কেন্দ্রে অস্ত্রধারী ৫জন পুলিশ, ২জন অস্ত্রধারী আনসারসহ ১৭ জন দায়িত্ব পালন করেন। এ ব্যাপারে উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার অরুণ উদয় ত্রিপুরা বলেন-কোন ধরনের অপ্রিতিকর ঘটনা ছাড়াই ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে।